(Source: ECI/ABP News/ABP Majha)
সরশুনায় মৃত বৃদ্ধ বাবার দেহ আগলে 'মানসিক ভারসাম্যহীন' মেয়ে
বেনজিরভাবে, এই পরিবারে এই নিয়ে তিনবার মৃতদেহ আগলে রাখার ঘটনা ঘটল... এর আগে ২০১৯ সালে দুবার এই ঘটনা ঘটিয়েছিল এই পরিবারের সদস্যরা... কী ঘটেছিল সেই সময়?
কলকাতা: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া বেহালার সরশুনায়। অন্তত ২ দিন বৃদ্ধ বাবার মৃতদেহ আগলে মেয়ে। বুধবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরনোয় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে চাঞ্চল্যকর দাবি, এটাই অবশ্য প্রথম নয়। এই পরিবারে এই নিয়ে তিনবার মৃতদেহ আগলে রাখার ঘটনা ঘটল। সরশুনার সরকার হাটে রাখাল মুখার্জি রোডের এই ফ্ল্যাট থেকে বুধবার উদ্ধার হয়েছে, ৯০ বছরের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃতদেহ। তাঁর মেয়ে, নীলাঞ্জনা চট্টোপাধ্যায় থাকতেন বাবার সঙ্গে।
স্থানীয় সূত্রে দাবি, নীলাঞ্জনা মানসিক ভারসাম্যহীন। পুলিশ সূত্রে দাবি, ২০১৯ এর ফেব্রুয়ারি মাসে বৃদ্ধের ছেলে দেবাশিস চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। সেবারও চারদিন দেহ আগলে ছিল পরিবার। ওই বছরই মে মাসে মৃত্যু হয় বৃদ্ধের স্ত্রী ছায়া চট্টোপাধ্যায়ের। প্রায় তিনদিন মৃতদেহ আগলে ছিল পরিবার।
সরশুনা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত ২ দিন আগে মৃত্যু হয়েছে বৃদ্ধের। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত বৃদ্ধের মেয়েকে পুলিশ এই ফ্ল্যাটেই রেখেছে।