Metro Railway Kolkata Update: QR কোডেই মেট্রোর টিকিট, কীভাবে কাটবেন দেখে নিন
Metro Railway Kolkata Update: আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর থেকে চালু হল এই পরিষেবা। পরবর্তীকালে নর্থ-সাউথ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও QR Code ভিত্তিক এই টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে।
Metro Railway Kolkata Update: লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই কাটতে পারবেন মেট্রো রেলের টিকিট।QR Code ভিত্তিক এই টিকিট কাটার ব্যবস্থা করল Metro Railway Kolkata।
Metro Railway Kolkata Update: আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর থেকে চালু হল এই পরিষেবা। পরবর্তীকালে নর্থ-সাউথ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও QR Code ভিত্তিক এই টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে। এই কয়েক সহজ ধাপেই কাটতে পারবেন মেট্রোর QR Code ভিত্তিক টিকিট।
Kolkata Metro Railway QR Code based ticket Service
1 প্রথমে গুগল প্লে স্টোর থেকে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ ডাউনলোড করুন।
2 এবার এখানে নিজের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।
3 আপনার লোকেশন সব সময় চালু রাখুন।
৪ এখানে Book QR Ticket-এ যান। এবার টিকিট টাইপে ক্লিক করে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন তা লিখুন। এবার টিকিট বুক করুন
৫ এই ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও ইউপিআই দিয়ে টাকা জমা দিন।
৬ একবার টাকা ঠিকভাবে জমা পড়লে QR Code তৈরি হয়ে যাবে।
৭ মেট্রো রেলে যাত্রার সময় AFC-PC গেটের স্ক্যানারে এই কোড দেখালেই দরজা খুলে যাবে।
কলকাতা মেট্রো রেলের সাম্প্রতিক অতীত বলছে, করোনা অতিমারীর আবহে মেট্রো কর্তৃপক্ষ টোকেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দফায় দফায় মেট্রো পরিষেবা চালু হলেও কেবলমাত্র স্মার্ট কার্ড থাকলেই পাতালরেল সফর সম্ভব ছিল। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পরও একই নিয়ম বজায় থাকে। প্রথমে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য এবং ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য মেট্রো চালু হলেও, টোকেন পরিষেবা চালু হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য ছিল, টোকেন যেহেতু হাতবদল হয় তাতে সংক্রমণের আশঙ্কা বাড়ে।যদিও করোনার কাঁটা পেরিয়ে পুনরায় চেনা ছন্দে ফিরেছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। আবারও জন সাধারণের জন্য চালু করা হয়েছে টোকেন পরিষেবা।
Life certificate Update: লাইফ সার্টিফিকেট জমার সময় বাড়ল, পেনশন হোল্ডারদের জন্য সুখবর !