Viral News: মন্দিরের পোস্টারে মিয়া খলিফার ছবি ! তুঙ্গে বিতর্ক
Tamilnadu News Today: দেবাদিদেব মহাদেবের স্ত্রী দেবী পার্বতীর ছবির সঙ্গে পাকিস্তানি পর্নস্টার মিয়া খালিফার ছবি দেওয়া পোস্টার টাঙানো হয়েছিল। যার জেরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে তামিলনাড়ুর কাঞ্চিপুরমে।
কাঞ্চিপুরম: দক্ষিণ ভারতে মহাধুমধামে পালিত হয় নাগ পঞ্চমীর পুজো। প্রতিবারই এই পুজো ঘিরে মারাত্মক উন্মাদনা দেখা যায় তামিলনাড়ু (Tamilnad) সহ দক্ষিণ ভারতের প্রায় সব রাজ্যেই। তার মধ্যেই তামিলনাড়ুর একটি মন্দিরের বাইরে পাকিস্তানি পর্ণ তারকা মিয়া খালিফার (Mia Khalifa) শিবলিঙ্গে দুধ ঢালার একটি পোস্টার তুমুল বিতর্কের জন্ম। যে পোস্টার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে।
দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতীর একটি মন্দিরের সামনে নাগ পঞ্চমী উপলক্ষে একটি পোস্টার টাঙানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পোস্টারের একদিকে রয়েছে মন্দিরের ছবি ও অন্যদিকে রয়েছে মিয়া খালিফার মাথায় দুধের ঘট নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি।
যে ব্যানারের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গছে নেটদুনিয়ায়। পর্ণ সিনেমার একজন জনপ্রিয় তারকার ছবি ধর্মীয় পোস্টারে দেখে নিন্দায় সরব হয়েছেন ধর্মীয় ভাবাপন্ন মানুষরা।
আরও পড়ুন: Akshay Kumar: হাজি আলি দরগার সংস্কারের জন্য ১.২১ কোটি টাকা অনুদান অভিনেতা অক্ষয় কুমারের
প্রসঙ্গত উল্লেখ্য, নাগ পঞ্চমী উপলক্ষে তামিলনাড়ুর প্রায় প্রতিটি গ্রামের মন্দিরে মহাসমারোহে দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতীর পুজো করা হয়। শুক্রবার অর্থাৎ আজ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় দেবী পার্বতীর পুজো উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে মন্দিরের বাইরে এটি পোস্টার টাঙানো হয়েছে যাতে মাথায় দুধের কলসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পর্ণস্টার মিয়া খালিফাকে। যা দেখে অসন্তুষ্ট হয়েছেন ওই এলাকার ধর্মপ্রাণ মানুষরা। পবিত্র ওই মন্দিরের বাইরে টাঙানো পোস্টারে দেবী পার্বতীর মন্দিরের ছবির সঙ্গে মিয়া খালিফার ছবি তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
মন্দিরের বাইরে টাঙানো পোস্টারে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরে ভাইরাল হয়েছে। আর তারপরই স্থানীয় এলাকায় তুমুল শোরগোল ছড়িয়েছে। এর জন্য যেন যাতে কোনও অশান্তি না হয় সেই কারণে পুলিশকে সতর্ক করা হয়েছিল। তারপরই মন্দির কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ওই পোস্টারটি সরিয়ে দেয়।
তবে এখনও পর্যন্ত মিয়া খলিফার ছবি পোস্টারে কীভাবে ব্যবহার করা হয়েছিল তার জন্য স্থানীয় মন্দির কর্তৃপক্ষ এখনও কোনও ব্যাখ্যা দেয়নি। বিষয়টির পেছনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটি রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।