উত্তরপ্রদেশে সরকারি স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রীর ধর্ষণ, অভিযুক্ত তিন দাদা
তিন অভিযুক্তকে আটক করে বুধবার তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়।

বাঘপথ: সরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ। ঘটনা উত্তরপ্রদেশের। অভিযোগ তারই তিন দাদার বিরুদ্ধে। অভিযুক্তরা তিনজনই নাবালক এবং একই স্কুলের ছাত্র। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, ওই অভিযুক্তদের একজনের বয়স ১৩ বছর। আর বাকি দুই অভিযুক্ত নাবালিকারই দাদা, যাদের বয়স ১১ ও ১০। এদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র। আর বাকি ২ জনের মধ্যে একজন পঞ্চম ও অন্যজন সপ্তম শ্রেণির ছাত্র।
অভিযোগ, ১৬ অগাস্ট স্কুলেরই শৌচালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ওই তিন পড়ুয়া। গোটা ঘটনাটি সংবাদমাধ্যমের নজরে আসে যখন স্টেশন হাউস অফিসার রামলাল নরেশ অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন এবং নাবালিকার পরিবারকে অন্যপক্ষের সঙ্গে মিটমাট করার পরামর্শ দেন। ওই নাবালিকার পরিবার সোমবার এসপি প্রতাপ গোপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেন।
এরপরই তিন অভিযুক্তকে আটক করে বুধবার তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগ দায়ের না করার অভিযোগে রামলাল নরেশকেও তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসপি প্রতাপ গোপেন্দ্র যাদব জানিয়েছেন তদন্ত হবে তাঁর বিরুদ্ধেও।
শিক্ষা মন্ত্রকের অফিসার রাজীব রঞ্জন মিশ্র জানিয়েছেন, উত্তরপ্রদেশের ওই প্রাথমিক স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। নাবালিকার চিকিৎসা চলছে। তার অবস্থা এখন স্থিতিশীল।






















