Mizoram Man Death: ৯৪ জন সন্তানের বাবা, প্রয়াত বিশ্বের সবথেকে বড় পরিবারের প্রধান
৩৯ জন স্ত্রী ছিল জিওনার। ৯৪ জন সন্তানের বাবা তিনি। বাড়িতে রয়েছে ৩৩ জন নাতি নাতনিও।
নয়াদিল্লি: ছিল ভরা সংসার। ৩৯ জন স্ত্রী থেকে ৩৩ জন নাতি নাতনি। কিন্তু সংসারের মায়া ত্যাগ করে প্রয়াত হলেন সেই পরিবারের প্রধান জিওনা চানা। পৃথিবীর সবথেকে বড় পরিবার বলে পরিচিত তাঁর পরিবার। আজ, রবিবার মৃত্যু হয়েছে তাঁর। মিজোরামের বাসিন্দা জিওনার বয়স হয়েছিল ৭৬ বছর।
মিজোরামের বক্তং টাঙ্গুয়াম গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। এদিন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। জিওনাকে শেষ বিদায় জানিয়ে টুইট করেছেন জোরামথাঙ্গা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, গভীর শোকের সঙ্গে মিজোরাম জিওনাকে শেষ বিদায় জানাচ্ছে। ৩৮ জন স্ত্রী এবং ৮৯ সন্তান নিয়ে বিশ্বের সবথেকে বড় পরিবার ছিল তার। ওই পরিবারের জন্য জিওনার গ্রাম বক্তং টাঙ্গুয়াম এবং মিজোরাম পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা ছিল। আপনার আত্মার শান্তি কামনা করি। একইসঙ্গে টুইটে ওই পরিবারের একটি ছবিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ৩৯ জন স্ত্রী ছিল জিওনার। ৯৪ জন সন্তানের বাবা তিনি। বাড়িতে রয়েছে ৩৩ জন নাতি নাতনিও। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে পরিবার ছোট হতে হতে ২ থেকে ৪ জন সদস্যে এসে ঠেকেছে, সেখানে একই বাড়িতে এত জনের বাস কার্যত নজির বিহীন ঘটনা। জানা গিয়েছে, ওই বাড়িতে রয়েছে ১০০ টি ঘর। সেখানেই থাকতেন সবাই। এমনকী এত জনের রান্নাও একসঙ্গে হতো বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, বিশ্বের সবথেকে বড় পরিবার হিসেবে ২০১১ এবং ২০১৩ সালে তাদের সামনে এনেছিল রিপ্লেজ বিলিভ ইট অর নট।