BJP Govt: মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি আজ, আগামী ১৫ দিন ধরে চলবে উদযাপন
Modi Govt Completes 8 Yrs: ৮ বছর পূর্তি উদযাপনে আগামী ১ থেকে ১৫ জুন, দেশজুড়ে ১৫ দিনের কর্মসূচির ঘোষণাও করবে বিজেপি
নয়া দিল্লি: আজ ৮ বছর পূর্ণ মোদি সরকারের (Modi Govt)। এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) আজ বিকেলে বিজেপি ) সরকারের ৮ বছরের শাসন নিয়ে সাংবাদিক বৈঠক করবেন।
কী কী কর্মসুচী রয়েছে?
এই ৮ বছরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে প্রকাশ করা হবে পুস্তিকা। পাশাপাশি, ৮ বছর পূর্তি উদযাপনে আগামী ১ থেকে ১৫ জুন, দেশজুড়ে ১৫ দিনের কর্মসূচির ঘোষণাও করবে বিজেপি। দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর ২০১৯-এর ৩০ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি।
सेवा, सुशासन और गरीब कल्याण को समर्पित भाजपा सरकार के सफलतम 8 वर्ष पूर्ण होने पर प्रधानमंत्री श्री @narendramodi जी का समस्त कार्यकर्ताओं की ओर से बहुत-बहुत अभिनंदन। #8YearsOfSeva pic.twitter.com/JgrFPNMLNG
— BJP (@BJP4India) May 30, 2022
উত্তরপ্রদেশে এই পরিপ্রেক্ষিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, "সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ"। পরিকল্পনার বিশদে ইউপি বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনসাল বলেছেন, "রিপোর্ট টু নেশন- প্রচারাভিযানের অধীনে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য ইউনিটের সভাপতি স্বতন্ত্র দেব সিং, উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য এবং ব্রজেশ পাঠ, সরকারের কৃতিত্বের বিষয়ে কথা বলবেন।"
আজ এই অনুষ্ঠানের প্রথম দিনেই করোনায় অনাথ হয়ে পড়া শিশুদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিমের মাধ্যমে এদিন অনাথ শিশুদের জন্য নতুন স্কলারশিপের ঘোষণাও করবেন তিনি। বুধবার রাতে টুইটে তিনি এই বিশেষ ঘোষণা করেন।