Government Jobs: BSF, CRPF, CISF থেকে দিল্লি পুলিশ, সরকারি চাকরিতে ১.১৪ লক্ষ পদ খালি, জানালেন মন্ত্রী
Government Job Vacancies: সংসদের বাদল অধিবেশন চলাকালীন, প্রশ্নোত্তর পর্বে বুধবার রাজ্যসভায় এই পরিসংখ্যান তুলে ধরেন অজয়।
নয়াদিল্লি: কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রচুর পদ খালি রয়েছে। কয়েকশো বা কয়েক হাজার নয়, পদখালি প্রায় ১ লক্ষ ১৪ হাজার। বুধবার রাজ্যসভায় এমনই পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয়কুমার মিশ্র। CRPF, BSF, দিল্লি পুলিশে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি (Government Job Vacancies)। তবে যত সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তার এখনও পর্যন্ত তার মধ্যে অল্প সংখ্যক শূন্যপদই পূরণ করা গিয়েছে বলে জানান মন্ত্রী। (Government Jobs)
সংসদের বাদল অধিবেশন চলাকালীন, প্রশ্নোত্তর পর্বে বুধবার রাজ্যসভায় এই পরিসংখ্যান তুলে ধরেন অজয়। তিনি জানান, সব মিলিয়ে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১ লক্ষ ১৪ হাজার ২৪৫টি পদ খালি রয়েছে। তার মধ্যে থেকে ২০২৩ সালে ৩১ হাজার ৮৭৯টি পদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে মাত্র ১১২৬টি শূন্যপদই পূরণ করা গিয়েছে বলে জানিয়েছেন অজয়।
এই ১ লক্ষ ১৪ হাজার ২৪৫টি শূন্যপদ কোথায় কোথায় রয়েছে, তারও বিশদ উল্লেখ করেছেন অজয়। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংগঠনগুলিতে এই শূন্যপদগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে, CRPF, BSF, সশস্ত্র সীমা বল, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), ইন্দো-তিব্বত সীমা পুলিশ বাহিনী, অসম রাইফেলস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (CISF) এবং দিল্লি পুলিশ-সহ কেন্দ্রীয় পুলিশ সংগঠনেও খালি রয়েছে প্রচুর পদ।
অজয় জানিয়েছেন, শূন্যপদগুলির মধ্যে গ্রুপ 'A' বিভাগে শূন্যপদ রয়েছে ৩০৭৫টি। গ্রুপ 'B'-তে শূন্যপদের সংখ্যা ১৫ হাজার ৮৬১। গ্রুপ 'C' বিভাগে শূন্যপদের সংখ্যা ৯৫ হাজার ৩০৯। এর মধ্যে ১৬ হাজার ৩৫৬টি পদ তফসিলি জাতির জন্য সংরক্ষিত। ৮ হাজার ৭৫৯টি শূন্যপদ সংরক্ষিত তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য পদ খালি রয়েছে ২১ হাজার ৯৭৪টি। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য শূন্যপদের সংখ্যা ৭ হাজার ৩৯৪। জেনারেল ক্যাটেগরির জন্য শূন্যপদ ৫৯ হাজার ৭৬২।
শূন্যপদগুলি কবে পূরণ হবে, তা-ও জানতে চাওয়া হয়েছিল। জবাবে মন্ত্রী বলেন, শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলতেই থাকে। শূন্যপদ যেমন বাড়ে, সেই মতো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ হলে তার পর হাতে দেওয়া হয় নিয়োগপত্র। সময় থাকতে যাতে শূন্যপদগুলি পূরণ করা যায়, তার জন্য নিয়মিত পর্যালোচনা হয় বলেও জানান মন্ত্রী।
Education Loan Information:
Calculate Education Loan EMI