এক্সপ্লোর
গ্রেফতার করতে এসেছে পুলিশ, গুন্ডা ছেলেকে বাঁচাতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলেন মা
দীপক অবশ্য পালাতে পারেনি, মালাড এলাকা থেকে পরে গ্রেফতার করা হয় তাকে।

মুম্বই: ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার কেস। শহর থেকে উধাও হয়েছে সে, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বাড়িতে এসেছে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে এসেছিলেন ২ পুলিশ অফিসার। কিন্তু ঢাল হয়ে দাঁড়ালেন মা। মুম্বইয়ের মালওয়ানি এলাকায় ঘটেছে এই ঘটনা। মহিলার নাম মীরা চহ্বন। তাঁর গুণের ছেলের নাম দীপক চহ্বন। দীপকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে, মুম্বই থেকে গা ঢাকা দিয়েছিল সে। মালওয়ানির মফঃস্বলে অম্বুজওয়াড়ি এলাকায় তার বাড়িতে বৃহস্পতিবার রাতে তাকে দেখা গিয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। ২ পুলিশ অফিসার সেখানে গেলে দীপকের মা মীরা তাঁদের ওপর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন, সেই সুযোগে সে ফের চম্পট দেয়। মীরাকে গ্রেফতার করে পুলিশ। দীপক অবশ্য পালাতে পারেনি, মালাড এলাকা থেকে পরে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















