এক্সপ্লোর
Advertisement
স্বামীর সঙ্গে ঝগড়া! উত্তরপ্রদেশে গঙ্গায় ৫ বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিলেন দিনমজুর মা, গ্রেফতার
পুলিশ বলেছে, ঘাটে সেসময় থাকা কয়েকজন জেলে ওই মহিলা ও বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। কিন্তু মহিলাকে পেত্নী বা ডাউনে বলে ভেবে তারা বাচ্চাদের উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে না পড়ে ভয়ে পালিয়ে যায়।
নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই গঙ্গায় পাঁচ শিশুসন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন মা। উত্তরপ্রদেশের ভাদোহি জেলার জেহাঙ্গিরাবাদের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পদস্থ পুলিকর্তারা, ডুবে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতে নামানো হয় ডুবুরি। ১১ বছরের একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধার করা যায়নি।
গ্রেফতার করা হয় সন্তানদের ছুঁড়ে ফেলে দেওয়া মহিলাকে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে, বলেছেন পুলিশকর্তারা। যদিও একটি সূত্রের দাবি, মহিলা আগে বলেছিলেন যে, লকডাউন চলতে থাকায় ঘরে খাবার নেই, তাছাড়া তিনি দিনমজুর, কাজকর্ম বন্ধ থাকায় হাতে টাকাপয়সাও আসছে না। তাঁর বক্তব্য পরে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। যদিও পরে পুলিশ জানায়, বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়, তারপরই এই ঘটনা। মঞ্জু যাদব নামে ওই মহিলা আর তাঁর স্বামী মৃদুল যাদবের সাংসারিক নানা বিষয়ে গত এক বছর ধরেই গন্ডগোলে লেগে রয়েছে বলে পুলিশ জেনেছে। শনিবার রাতেও কথাকাটাকাটি হয় দুজনের। রবিবার ভোরে বাচ্চাদের জলে ছুঁড়ে ফেলে দেন মঞ্জু।
পুলিশ বলেছে, ঘাটে সেসময় থাকা কয়েকজন জেলে ওই মহিলা ও বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। কিন্তু মহিলাকে পেত্নী বা ডাউনে বলে ভেবে তারা বাচ্চাদের উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে না পড়ে ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে ঘাটেই বসে থাকেন মঞ্জু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement