Reliance AGM Meeting Update : কাল রিলায়েন্সের বাৎসরিক সাধারণ সভায় কী ঘোষণা মুকেশ আম্বানির ?
বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৪তম বাৎসরিক সাধারণ সভা। কী ঘোষণা করবেন মুকেশ আম্বানি ?
মুম্বই : বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৪তম বাৎসরিক সাধারণ সভা। শেয়ারহোল্ডারদে উদ্দেশে বক্তব্য রাখবেন মুকেশ আম্বানি। সংস্থার বাৎসরিক সাধারণ সভা উপলক্ষে প্রায়ই বড়সড় ঘোষণা করে থাকেন এশিয়ার অন্যতম এই ধনকুবের। এবারও শেয়ারহোল্ডারদের উৎসাহিত করতে সেই পথেই তিনি হাঁটতে চলেছেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিশ্বের সর্ববৃহৎ তৈল সংস্থা সৌদি আরামকো-র সঙ্গে ১৫ বিলিয়নের চুক্তি নিয়ে ঘোষণা করতে পারেন ৬৪ বছর বয়সী এই শিল্পপতি।
গত বছর বাৎসরিক সাধারণ সভায় আম্বানি বলেছিলেন, গত বছর আমাদের অয়েল টু কেমিক্যাল ব্যবসায় সৌদি আরামকো-র ইক্যুইটি ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম। কিন্তু, শক্তির বাজারে অপ্রত্যাশিত পরিস্থিতি এবং করোনার কারণে, নির্ধারিত সময়সীমা মেনে এই চুক্তি প্রক্রিয়া এগোয়নি। ২০২১-এর গোড়ার দিকে এই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করে ফেলতে পারব বলে আশা করছি।
রিটেল ও ডিজিটালের স্টেক বিক্রি করে রিলায়েন্সের প্রায় ২.৬ লক্ষ কোটি টাকা উঠেছে। এর পর বিনিয়োগকারীরা চাইছেন, RIL প্রধান আসন্ন সাধারণ সভায় ই-কমার্স থেকে শুরু করে ৫জি নিয়ে কৌশলগত রোড ম্যাপের পথ বাতলে দিন।
এছাড়া গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে ৫জি ফোন এবং রিলায়েন্স জিওর কম খরচার ল্যাপটপ জিওবুক লঞ্চ করা হতে পারে সংস্থার তরফে। যদিও গুগল-পাওয়ারড স্মার্টফোন দিয়ে ভারতীয় বাজার দখলের আম্বানির যে পরিকল্পনা রয়েছে, তা একাধিক কারণে ব্যাঘাত-প্রাপ্ত বলে খবর।
উল্লেখ্য, গত বছর দেশে ৫ জি চালুর কথা বলেছিলেন আম্বানি। কাজেই বিনিয়োগকারীরা আম্বানির ৫জি পরিকল্পনার দিকে তীক্ষ্ণ নজর রাখবেন। রিটেলের ক্ষেত্রে, জিওমার্টের অপারেশনের দিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা। এই মুহূর্তে ২০০ শহরে জিওমার্ট রয়েছে। রিসার্চ ফার্ম গোল্ডেন স্যাচস অনুযায়ী, RIL এর বৃদ্ধির পরবর্তী মাধ্যম হতে চলেছে রিটেল। উল্লেখ্য, যখন শারীরিকভাবে মানুষের উপস্থিত থাকার সুযোগ ছিল, তখন রিলায়েন্সের বাৎসরিক সাধারণ সভায় যোগদান করতেন প্রায় ৩ হাজার শেয়ারহোল্ডার। যদিও এবারও এই সভা হবে ভার্চুয়ালি।