Mumbai Bomb Threat : অপারেশন সিন্দুরের চলাকালীনই বড়সড় বোমা-হুমকি মুম্বইতে! বিমানে বোমাতঙ্ক
Mumbai Bomb Threat Update : জানা গেছে, বিমানবন্দরের হটলাইনে একটি হুমকি - ফোন আসে। সেখানে বলা হয়, চণ্ডীগড় থেকে মুম্বই আসা ইন্ডিগো ফ্লাইটে বোমা রাখা হয়েছে।

পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেনা। এরই মধ্যে মুম্বই বিমানবন্দরে এল আতঙ্কের খবর । মুম্বইয়ের বিমানবন্দরে এল ইন্ডিগো বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি- ফোন।
জানা গেছে, বিমানবন্দরের হটলাইনে একটি হুমকি - ফোন আসে। সেখানে বলা হয়, চণ্ডীগড় থেকে মুম্বই আসা ইন্ডিগো ফ্লাইটে বোমা রাখা হয়েছে। এই খবর পেতেই তৎপর হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী, বিমান বন্দর কর্তৃপক্ষ। বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়। যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি বলেই খবর। তবে মুম্বই পুলিশ ও সুরক্ষা সংস্থাগুলি হুমকিটিতে হালকা ভাবে দেখছে না। এদিনই মধ্যরাতে পিওকে-তে লস্কর-হিজবুল-জইশের ঘাঁটিতে ভারত এয়ারস্ট্রাইক করে। ধ্বংস করা হয় জঙ্গিদের হেড কোয়ার্টার।
অপারেশন সিন্দুরের মাঝখানে হুমকি
এই হুমকিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, ১৫ দিন আগেই পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। প্রত্যুত্তরে ভারত পাক অধিকৃত কাশ্মীরের ঢুকে ৯টি ঘাঁটিতে সফল ভাবে এয়ারস্ট্রাইক করেছে । গুঁড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল, লস্করের ঘাঁটি। মাসুদ আজহারের মাদ্রাসাও ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনই এক রাতে এসেছে এই হুমকি। পাশাপাশি রাজস্থান সীমান্তের কাছে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। হাই অ্যালার্ট জারি রয়েছে রাজস্থানে।
মুম্বইতে বাড়তি সতর্কতা
এই ঘটনার পর মুম্বই বিমানবন্দরের হুমকি সুরক্ষা সংস্থাগুলির সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও বড় বিপদের সঙ্কেত সামনে আসেনি, তবে এটা স্পষ্ট যে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতে থমকে গিয়েছে। মাত্র ১৫ দিনের মাথাতেই দেওয়া হয়েছে এই জবাব। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়। তারপর থেকেই দেশবাসী একটি বড়সড় পদক্ষেপের প্রত্যাশা করছিল।
কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এটা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে ভারত এখন সন্ত্রাসবাদকে সহ্য করবে না এবং পাল্টা পদক্ষেপ নেবেই। এই পরিস্থিতিতে সারা দেশেই সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশজুড়ে অসামরিক মহড়া হতে চলেছে আজই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার আগেই পাকিস্তানকে সিঁদুরে মেঘ দেখাল ভারত।






















