এক্সপ্লোর
কঙ্গনার নাম করে সঞ্জয় রাউতকে ইন্টারনেট-ফোনে 'হুমকি', মুম্বই পুলিশের হাতে গ্রেফতার টালিগঞ্জের যুবক
অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে যেতে চায় মুম্বই পুলিশ

কলকাতা: শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার টালিগঞ্জ থেকে এক যুবক গ্রেফতার। ধৃতের নাম পলাশ বসু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম করে শিবসেনার সাংসদকে তিনি ইন্টারনেটের মাধ্যমে ফোন করে হুমকি দিয়েছেন। অভিযোগের তদন্তে গতকালই কলকাতায় আসেন মুম্বই পুলিশের কর্মীরা। টালিগঞ্জ এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে তোলা হবে। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে যেতে চায় মুম্বই পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















