Road Accident News: ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারাল ট্রেলার, পর পর ২৫টি গাড়িতে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল মার্সিডিজ-BMW পর্যন্ত, হত ১, আহত ২১
Mumbai-Pune Expressway Accident: রায়গড় জেলা দিয়ে যে মুম্বই-পুণে এক্সপ্রেস গিয়েছে, তার উপর অডোশী সুড়ঙ্গে ঢোকার মুখে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বই: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা ট্রেলারের। ভয়ঙ্কর দুর্ঘটনা মুম্বই -পুণে এক্সপ্রেসওয়েতে। সুড়ঙ্গে ঢোকার ঠিক মুখে দুর্ঘটনা ঘটে। তাতে দুমড়ে মুচড়ে গিয়েছে কমপক্ষে ২৫টি গাড়ি। এই দুর্ঘটনায় এক মহিলা মারা গিয়েছেন। আহত হয়েছেন ২১ জন। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। (Road Accident News)
রায়গড় জেলা দিয়ে যে মুম্বই-পুণে এক্সপ্রেস গিয়েছে, তার উপর অডোশী সুড়ঙ্গে ঢোকার মুখে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধেয় একেবারে ব্য়স্ত সময়ে পর পর গাড়িকে ধাক্কা মারে একটি ট্রেলার। ওসমানাবাদের বাসিন্দা, ৩৫ বছর বয়সি অনিতা এখন্ডে ঘটনাস্থলেই মারা যান। আরও ২১ জন আহত হন। দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। আহতদের মধ্যে রয়েছেন বম্বে হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীও। (Mumbai-Pune Expressway Accident)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুম্বই অভিমুখে ছুটে যাচ্ছিল ঘাতক ট্রেলারটি। আচমকাই ট্রেলারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ব্রেকও কাজ করছিল না, ফলে দাঁড় করানো যায়নি ট্রেলারটিকে। আর তাতেই পর পর গাড়িতে ধাক্কা মারে সেটি। মার্সিডিজ থেকে বিএমডব্লিউ-এর মতো দামি, বিলাসবহুল গাড়িও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনায়। বেশ কিছু গাড়ির সামনের অংশ একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে।
Mumbai-Pune Expressway Accident.
— Vivek Gupta (@imvivekgupta) July 26, 2025
15 vehicles damage, few people injured. pic.twitter.com/VIb4hZbexE
এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে প্রায় তিন কিলোমিটার রাস্তায় সব ওলটপালট হয়ে যায়। পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে যায় গাড়িগুলির। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন, দেবদূত, হাইওয়ে পুলিশ এবং হেল্প ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকার্য। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলিকে রাস্তার একপাশে নিয়ে গিয়ে জড়ো করে দেওয়া হয়। আর তাতেই ৪৫ মিনিটের মধ্যে রাস্তা খালি করে দেওয়া সম্ভব হয়। ফলে ফের স্বাভাবিক হয়ে যায় যান চলাচল।
পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রেলারটির ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা। পর পর গাড়িকে ধাক্কা মারে সেটি। আহতদের মধ্যে ১৯ জনের আঘাত গুরুতর। ট্রেলারের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার ডাক্তারি পরীক্ষাও করা হয়। তবে দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলেই ধরা পড়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।






















