Murshidabad News: ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বঙ্গসন্তানের মৃত্যু ! বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল
Murshidabad Migrant Workers Death In Odisha : ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু, সোশাল মিডিয়ায় গুরুতর অভিযোগ তুলে পোস্ট রাজ্যসভার সাংসদের

মুর্শিদাবাদ: ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, তাঁর বয়স ১৯। ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক আকির ও পলাশ শেখ। 'বাংলা ভাষায় কথা বলায় মারধর করেছে বিজেপির গুন্ডারা', অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের।
এদিন শশী পাঁজা বলেন, ওড়িশাতে আবারও মুর্শিদাবাদ থেকে তিন জন পরিযায়ী শ্রমিক, তাঁদের উপরে আক্রমণ হয়েছে। পেটের দায়ে বা কাজ করার জন্য তাঁরা গেছেন। তাঁদেরকে ডেকেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁদের উপরে যেইভাবে অত্যাচার হয়েছে, ভারতীয় জনতা পার্টির নের্তৃত্বে, ওড়িশাতে সম্বলপুরে তাঁদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে, তোমরা বাংলায় কথা বলছে, তোমরা বাংলাদেশি !
সম্প্রতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।
মমতার ডাকে ভাষা আন্দোলনে নেমেছিল তৃণমূল। হাতে প্রতীকী শিকল বেঁধে, বাঙালির অধিকার ফেরৎ চাই, এই ব্যানারে মিছিল তৃণমূলের। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেছিলেন,' নানুরের শহিদদের শ্রদ্ধা জানিয়ে, বাংলা এবং বাংলা ভাষা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাঁদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে, রাস্তায় নেমেছি। আজকে, বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও। এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, তাঁদের উপর এইভাবে (বলতে বলতে প্রতীকী শেকল বাঁধা কর্মীদের দেখিয়ে) অত্যাচার হচ্ছে।এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।'
পাশাপাশি অপর এক তৃণমূল কর্মী বলেছিলেন,' একটাই কথা বলার আমাদের, যে বাংলা ভাষা বললে, সে ভারতের বাইরে নয়, সেও ভারতীয়। ..এবার যেটা ইস্যু করা হচ্ছে, রোহিঙ্গা। যদি রোহিঙ্গা হয়, তাহলে সেটা প্রমাণ করুন। বাংলা ভাষা বললে, সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, এমন একটা প্রচার করছে, যে গরীব মানুষ মানে, আর বাংলা ভাষায় কথা বলা মানে, তারা হচ্ছে বাংলাদেশি।'






















