এক্সপ্লোর
Advertisement
করোনা আবহে করমর্দন নয়, ভারতীয় রীতিমাফিক পরস্পরকে 'নমস্তে' মাকরঁ, মর্কেলের
করোনাভাইরাসজনিত সঙ্কট, আলেকজান্দার লুকাশেঙ্কোর পুনর্নির্বাচনের পর বেলারুশে সরকার-বিরোধী বিক্ষোভ, লেবানন বন্দরে বিস্ফোরণ, মালেতে অভ্যুত্থান, ভ্লাদিমির পুতিনের সমালোচক তথা রাজনৈতিক বন্দি আলেকজান্ডার নাভালনির শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটেই বৈঠকে বসলেন মাকরঁ ও মর্কেল।
প্যারিস: করমর্দন নয়, করোনাভাইরাস সংক্রমণ আবহে দূর থেকে হাত জোড় করে পরস্পরকে নমস্কার বিনিময় করলেন জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ। প্যারিসে ইউরোপ ও করোনাভাইরাস সংক্রমিত সমাজ, দেশগুলির ত্রাণের ব্যবস্থা করা নিয়ে আলোচনায় বসার আগে উভয়ে পরস্পরকে নমস্তে বলেন।
সারা দুনিয়ায় করোনাভাইরাস অতিমারীর চেহারা নেওয়ার পর ভারতের সৌজন্য প্রকাশের রীতিটিকেই আপন করে নিয়েছে বিশ্বের নানা দেশ। ইউরোপ করোনা মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই ফরাসি প্রেসিডেন্টের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে, ফরাসি ফার্স্ট লেডি ব্রিগিট মাকরঁ ও মর্কেল মাথা ঝুঁকিয়ে পরস্পরকে স্বাগত জানাচ্ছেন। তারপর ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান রাষ্ট্রপ্রধান সার্জিকাল মাস্ক পরে আলোচনায় বসছেন। বিষয় ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত নানা ইস্যু।
Ich freue mich über das außergewöhnliche gemeinsame Engagement unserer beiden Länder, sowohl auf bilateraler als auch auf europäischer und internationaler Ebene. Gemeinsam sind wir stärker. https://t.co/rGOtq3pJu4
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 20, 2020
করোনাভাইরাসজনিত সঙ্কট, আলেকজান্দার লুকাশেঙ্কোর পুনর্নির্বাচনের পর বেলারুশে সরকার-বিরোধী বিক্ষোভ, লেবানন বন্দরে বিস্ফোরণ, মালেতে অভ্যুত্থান, ভ্লাদিমির পুতিনের সমালোচক তথা রাজনৈতিক বন্দি আলেকজান্ডার নাভালনির শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটেই বৈঠকে বসলেন মাকরঁ ও মর্কেল।
রয়টার্স জানিয়েছে, মাকরঁ ও মর্কেল কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে চিন-ইউরোপ সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়েও আলোচনা করেন। এই বৈঠক ‘দ্বিপাক্ষিক, ইউরোপীয় ও আন্তর্জাতিক স্তরে ফরাসি-জার্মান বোঝাপড়া ব্যতিক্রমী স্তরে পৌঁছনোর সাক্ষ্য বহন করছে’ বলে ব্যাখ্যা করেছে ফ্রান্স।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement