Narendra Modi : ' ভারতের উন্নয়নে অনুপ্রেরণা হনুমানজির জীবন' BJP র প্রতিষ্ঠা দিবসে বার্তা মোদির
ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি : "আমি সেই মহান ব্যক্তিত্বদের কাছে মাথা নত করছি যারা এই দলটিকে গড়ে তুলতে এবং বৃদ্ধি করতে রক্ত দিয়েছেন।" দল প্রতিষ্ঠা দিনে এভাবেই দলীয় কার্যকর্তা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) ।
ভারতীয় জনতা পার্টির ( BJP ) ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা দেশের প্রতিটি কোণে ভগবান হনুমানের জন্মবার্ষিকী উদযাপন করছি। আজও হনুমান জির জীবন ভারতের উন্নয়ন যাত্রায় আমাদের অনুপ্রাণিত করে।
'হনুমানজির সঙ্গে বিজেপির তুলনা'
, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, 'সমুদ্রের মতো মহাশক্তির মোকাবিলা করতে আগের থেকে অনেক বেশি প্রস্তুত দেশ। হনুমান জি নিজের জন্য কিছুই করেন না, অন্যের জন্য সবকিছু করেন। যখন হনুমানজিকে রাক্ষসগণের মুখোমুখি হতে হয়েছিল, তিনি খুব কঠোর হয়েছিলেন, একইভাবে ভারতে আইন ও দুর্নীতির ক্ষেত্রে বিজেপি কঠোর হয়ে ওঠে। এমন কোনও কাজ নেই যা পবনপুত্র করতে পারেন না, বিজেপিও একই অনুপ্রেরণা নিয়ে মানুষের সমস্যা সমাধানে নিযুক্ত রয়েছে।
'বিজেপি কঠোর হতেও পিছপা হয় না'
এছাড়াও তিনি বলেন , 'ভারত এখন আগের থেকে অনেক বেশি সক্ষম। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি' । দলের প্রতিষ্ঠা দিবসে তিনি তুলে ধরেন দলের সুশাসনের কথা । বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'
নরেন্দ্র মোদি বলেন ,'বিজেপি গণতন্ত্রের গর্ভ থেকে জন্ম নিয়েছে। দেশের গণতন্ত্র, সংবিধানকে শক্তিশালী করার জন্য বিজেপি কাজ করছে'। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, 'ভোটব্যাঙ্কের রাজনীতি না করে বিজেপি সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করছে। বিজেপি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে। কংগ্রেস সহ বিরোধীদের রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণ'। প্রধানমন্ত্রী বলেন, বিজেপির রাজনৈতিক সংস্কৃতি বড় স্বপ্ন দেখা । ২০১৪-য় যা হয়েছে, তা কেবল ক্ষমতা পরিবর্তন ছিল না। দেশের মানুষ নবজাগরণের পুনর্যাত্রা শুরু করেছিল'
তিনি উল্লেখ করেন, 'দেশ এখন পঞ্চবাণের শক্তিতে পরিপূর্ণ। যারা ক্ষমতাকে নিজেদের সম্পত্তি ভাবত, ২০১৪-য় দেশবাসী তাদের জবাব দিয়েছে। বাদশাহি মানসিকতার মানুষেরা সবসময় দেশবাসীকে ভৃত্য মনে করত। ৭ দশক ধরে ক্ষমতায় থেকেও তাঁরা যা করতে পারেনি, বিজেপি আজ তা করে দেখিয়েছে। '
কলকাতাতেও বিজেপির জন্মদিন পালন
কলকাতায় রাজ্য বিজেপি দফতরেও সাড়ম্বরে পালিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হা-সহ বিজেপি নেতা-নেত্রীরা। রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার। এছাড়াও, দিনভর বিজেপি নেতাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে।