New parliament Building: সামনে রাখা ‘সেঙ্গল’, পুজো সেরেই সাষ্টাঙ্গে প্রণাম মোদির, লোকসভায় সোনার রাজদণ্ডের স্থাপন
New Parliament Inauguration: রবিবার সকালে নয়া সংসদভবনচত্বরে পৌঁছন মোদি। সেখানে তাঁর পাশে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
নয়াদিল্লি: জাতীয় রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পুরনো সংসদ ভবনের পথ চলা শেষ। রবিবারই দেশ পাচ্ছে নবনির্মিত সংসদ ভবন (New Parliament Building)। তার জন্য সকাল থেকেই সাজ সাজ রব রাজধানীতে। সকাল ৭টার কিছু পরেই নয়া সংসদভবন চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথমে গাঁধীমূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর বিশেষ পুজোয় অংশ নেন।
#WATCH | PM Modi bows as a mark of respect before the 'Sengol' during the ceremony to mark the beginning of the inauguration of the new Parliament building pic.twitter.com/7DDCvx22Km
— ANI (@ANI) May 28, 2023
রবিবার সকালে নয়া সংসদভবনচত্বরে পৌঁছন মোদি। সেখানে তাঁর পাশে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাশাপাশি বসে পুজোয় অংশ নেন দু'জনে। পুজোয় সংকল্প করেন মোদি। আরতিও করেন। এর পর সামনে রাখা 'সেঙ্গল' দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। তার পর তাঁর হাতে 'সেঙ্গল' তুলে নাম তামিল অধিনাম পুরোহিতরা। এর পর পুরোহিতদের দ্বারা পরিবৃত হয়েই নয়া সংসদভবনের অন্দরে প্রবেশ করেন মোদি।
New Parliament inauguration: PM Modi installs sacred 'Sengol' in Lok Sabha chamber
— ANI Digital (@ani_digital) May 28, 2023
Read @ANI Story | https://t.co/1qyt8EUbOv#PMModi #NewParliamentBuilding #NewParliament pic.twitter.com/N48gcoi9yp
নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছেই রাখা থাকবে সোনার রাজদণ্ড 'সেঙ্গল'। সেই মতো সেখানে সেটির স্থাপন করেন মোদি। তার পর পুরোহিতদের প্রণাম করেন। তার পর বিশেষ অনুষ্ঠানে অংশ নেন, যেখানে সংসদভবনের নির্মাণে যুক্ত থাকা কর্মীদের সম্মান জানানো হয়। গলায় পরানো হয় উত্তরীয়। শুরু হয় বিশেষ সর্বধর্ম প্রার্থনাসভা।
আরও পড়ুন: Narendra Modi: 'দুঃখজনক! সেঙ্গলকে হাতের ছড়ি করে রাখা হয়েছিল', কংগ্রেসকে একহাত নিলেন মোদি
এ দিন দুপুর ১২টায় সংসদভবন উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে এই পর্বের অনুষ্ঠান।মএরপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি ফিল্ম দেখানো হবে। অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন মোদি। দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
পুরনো সংসদ ভবনের পাশেই নতুন ভবন তৈরি করা হয়েছে। ত্রিভুজাকৃতি চারতলা বাড়ি প্রায় সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার জায়গার ওপর গড়ে উঠেছে। মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। নতুন ভবনে লোকসভা, রাজ্যসভা, সেন্ট্রাল লাউঞ্জ, সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়, কনস্টিটিউশন হল, গ্রন্থাগার, ডাইনিং রুম এবং থাকছে পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থা। জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি হয়েছে লোকসভা। রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে।
এ দিন নয়া সংসদভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ২৫টি বিরোধী দলের সদস্যরা। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ ২১টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন। নতুন ভবনে থাকছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’।