Narendra Modi Ram Mandir : মাটিতে কম্বল পেতে ঘুম, ডাবের জল পান, অভিষেক অনুষ্ঠানের আগে আর কী কী করছেন মোদি
Ram Mandir in Ayodhya: কয়েকদিন তিনি শুধু ডাবের জল পান করছেন আর ঘুমোচ্ছেন মাটিতে কম্বল বিছিয়ে । ১১ দিন ধরে চলা এই বিধির নবম দিন আজ।
নয়াদিল্লি : সব পথ যেন এসে মিশছে অযোধ্যায় ( Ayodhya ) । প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় আসছেন ভক্তরা। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir in Ayodhya) করবেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । সেই উপলক্ষ্য়ে সরযূর পাড় এখন জনসমুদ্দুর। আর সেই বিশেষ দিনের জন্য বিশেষ আচার পালন করছেন দেশের প্রধানমন্ত্রী। বিশেষ সূত্রের খবর, অভিষেক অনুষ্ঠানের আগে কঠোর বিধি পালন করছেন তিনি। শুধু ডাবের জল খেয়ে নাকি দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি একটি অডিও মেসেজ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান ১১ দিনের বিশেষ আচার পালন করবেন তিনি। তবে সেই আচার কী কী, তা অবশ্য বলেননি তিনি। ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রধানমন্ত্রী এই কয়েকদিন কঠিন নিয়ম মেনে চলছেন।
'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী
সূত্র বলছে, প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলছেন। এই কয়েকদিন তিনি শুধু ডাবের জল পান করছেন আর ঘুমোচ্ছেন মাটিতে কম্বল বিছিয়ে । ১১ দিন ধরে চলা এই বিধির নবম দিন আজ। এই কয়েকদিন নাকি খাবার খাননি তিনি। সূত্রের খবর, রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য বিশেষ 'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী । এখানে যম অর্থাৎ সংযম।
যম-নিয়ম অনুসরণ করা খুবই কঠিন বলে মনে করেন অনেকে। এসব কঠিন নিয়ম মেনে চলার পাশাপাশি প্রধানমন্ত্রী তার দফতরের কাজও সামলাচ্ছেন । গত এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র, কেরল এবং অন্ধ্রপ্রদেশ সফরও করেছেন প্রধানমন্ত্রী মোদি। সারা দেশের বিভিন্ন মন্দির দর্শন করছেন তিনি। অংশ নিচ্ছেন ভজনে।
মোদির পোস্ট :
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন :