Narendra Modi: 'গুরুদেব আজও অনুপ্রেরণা জুগিয়ে চলেন', রবীন্দ্রজয়ন্তীতে কবি-স্মরণ মোদির
Narendra Modi Tribute to Rabindranath Tagore: রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
কলকাতা: আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন (Shantiniketan)। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। বিশ্বভারতীতে (Visva Bharati) উদযাপন করা হল কবিগুরুর ১৬১তম জন্মদিন। ভোর ৫টায় বৈতালিক, ৬টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে পালন করা হল কবিগুরুর জন্মদিন। উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী, অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা।
I bow to Gurudev Tagore on his Jayanti. In thought and action, he continues to inspire millions of people. He taught us to be proud of our nation, culture and ethos. He emphasised on education, learning and social empowerment. We are committed to fulfilling his vision for India. pic.twitter.com/O4iuz10iP4
— Narendra Modi (@narendramodi) May 9, 2022
রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি বলেছেন, "গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷ আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷"
My humble tribute to Gurudev Rabindranath Tagore on his birthday. May the great poet's teachings, songs, poems, his creative corpus continue to guide us. May he remain the dhruvatara, polestar, in our life.
— Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2022
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা। কবিগুরুর শিক্ষা, সংগীত, কবিতা, আগামীদিনেও আমাদের পথ দেখাবে। আমাদের জীবনে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন।