এক্সপ্লোর
পুলিশের গুলি, হাই টেনশন তার ছিঁড়ে পড়ে মৃত ১১ অসমে

তিনসুকিয়া (অসম): মর্মান্তিক ঘটনা। পুলিশের ছোঁড়া গুলি লেগে হাই ভোল্টেজ তার ছিঁড়ে পড়ে মারা গেল ১১ জন। উজান অসমের পানগিরির ঘটনা। পুলিশ জানিয়েছে, আজ তিনসুকিয়ার পানগিরি থানায় চড়াও হয়েছিল একদল মাস্কেট ও লাঠিধারী মারমুখী বিক্ষোভকারী। তিনদিন আগে এক ব্যক্তির খুনের ঘটনায় গ্রেফতার হওয়া লোকজনকে ছেড়ে দিয়ে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে তারা থানায় ইট-পাথর ছুঁড়তে থাকে। থানার জানালার কাচ ভেঙে দেয় তারা। পুলিশ তাদের সামলাতে শূন্যে গুলি চালায়। আচমকা সেই গুলি ওভারহেড হাই টেনশন বিদ্যুতের তারে লাগে। তার ছিঁড়ে বিক্ষোভকারীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। ছুটে যান জেলা প্রশাসন ও পুলিশের কর্তারা। পাঠানো হয় আধাসামরিক বাহিনী। তিনদিন আগে এক ব্যক্তি, তার পুত্র ও মেয়ে-জামাইকে পানগিরি থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছেলেটি তাদের হাত থেকে পালায়। তবে বাকি দু জনের দেহ পাওয়া যায় পরে। এ ব্যাপারে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ছাড়াতেই থানায় বিক্ষোভ দেখানো হয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ হাইটেনশন তার ছিঁড়ে পড়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















