এক্সপ্লোর
Advertisement
১৫ দিন পার, জেলে রাম রহিমের সঙ্গে দেখা করতে গেল না কেউ
রোহতক: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ড পাওয়া গুরমিত রাম রহিম সিংহকে ১৫ দিন আগে রোহতকের সুনারিয়া জেলে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকে এখানেই আছেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ। কিন্তু এখনও পর্যন্ত কেউই তাঁর সঙ্গে দেখা করতে যাননি। জেল কর্তৃপক্ষ সূত্রে এমনই জানা গিয়েছে।
রাম রহিমের পরিবারের লোকজনের পরিচয় খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে একটি তালিকা পাঠিয়েছিল জেল কর্তৃপক্ষ। রাম রহিমই এই তালিকা দিয়েছিলেন। সেই তালিকায় তাঁর পুত্র জসমিত, দত্তক নেওয়া কন্যা হানিপ্রীত সহ সহ ১০ জনের নাম ছিল। কিন্তু একজনও রাম রহিমের সঙ্গে দেখা করতে যাননি।
জেল সূত্রে খবর, ডেরা সচ্চা সৌদা প্রধান মনমরা হয়ে আছে। গত সপ্তাহে দু বার তিনি শরীর খারাপের কথা বলেছেন। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (পিজিআইএমএস) একটি চিকিৎসক দল তাঁকে দেখতে গিয়েছিলেন। সূত্রের খবর, সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে পিজিআইএমএস-এ রাম রহিমের জন্য একটি পৃথক ঘরের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সম্প্রতি সেখানে গিয়ে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেছেন নিরাপত্তারক্ষীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement