১০০ কোটি টাকার বাতিল নোটের বিছানা, কানপুরে গ্রেফতার বিল্ডার সহ ১৬
কানপুর: উত্তরপ্রদেশ থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ বাতিল নোট। ঘটনায় এক নামকরা বিল্ডার সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) অরবিন্দ কুমার জানান, এই অভিযানে যৌথভাবে অংশ নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও উত্তরপ্রদেশ পুলিশ। তিনি জানান, প্রায় ৯৭ কোটি টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আনন্দ খত্রী নামে ওই বিল্ডারের পৈত্রীক বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ বাতিল নোট উদ্ধার করা হয়। জানা গিয়েছে, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটগুলি পাটের বস্তায় ও স্যুটকেসে ভরে খাটের মধ্যে রাখা ছিল।
https://twitter.com/ANINewsUP/status/953498273557311489তবে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে সন্ত্রাসযোগের কোনও সূত্র পাননি তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান এর সঙ্গে কোনও জঙ্গি-যোগ নেই। তবে, হাওয়ালা-নেটওয়ার্কের যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জন স্বরূপনগরে অবৈধ টাকা বিদেশি মুদ্রায় বদলে দিত। পুলিশের আশঙ্কা, এর সঙ্গে কিছু ব্যাঙ্ক আধিকারিকেরও যোগসূত্রে থাকতে পারে। তাদের দাবি, অসাধু উপায়ে ব্যাঙ্কের স্ট্রং রুমে নোট পরিবর্তন করাই ছিল তাঁদের লক্ষ্য।
পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নোটের মধ্যে ৯৫ কোটি টাকা ছিল খত্রীর। ২ কোটি টাকার ভাগ ছিল ১২ জনের। কানপুর এসএসপি অখিলেশ মীনা জানান, কানপুর আইজির সঙ্গে এই মর্মে তথ্য দেন এনআইএ। তার ভিত্তিতে মীনাকে তদন্তের নেতৃত্ব দেন আইজি। মীনা জানান, প্রথমে স্বরূপনগরের চারজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে ওই বিল্ডারের খোঁজ মেলে।