এক্সপ্লোর
Advertisement
রজৌরিতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাল্টা গুলিতে নিহত ৩ পাক রেঞ্জার
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার সুন্দরবাণী অঞ্চলে শনিবার ফের বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। বিএসএফ-এর পাল্টা গুলিতে তিন পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে।
বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘শনিবার বিকেল তিনটে থেকে জম্মুর পারগওয়াল অঞ্চলে পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। বিএসএফ জওয়ানরা পাল্টা জবাব দেন। দু পক্ষের গুলির লড়াই শুরু হয়। রজৌরি জেলার সুন্দরবাণী অঞ্চলের দেওরা গ্রামে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। চারটি ৫১ মিলিমিটারের মর্টার এবং দুটি ৮১ মিলিমিটারের মর্টার ছোড়ে পাক সেনা। ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দেন। তাঁদের গুলিতে অন্তত তিন পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে।’
শুক্রবার আর এস পুরা সেক্টরে পাক স্নাইপারের গুলিতে জখম হন বিএসএফ-এর কনস্টেবল কে কে আপ্পারাও। তিনি যখন জল খাচ্ছিলেন, তখনই তাঁকে গুলি করে পাক স্নাইপার। তাঁর ডান কানের নীচে গুলি লাগে। শুক্রবার রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement