এক্সপ্লোর
Advertisement
সংখ্যালঘুদের প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেয়েদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা, জানালেন নকভি
নয়াদিল্লি: সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সরকার ১০০টি নবোদয় ধাঁচের স্কুল এবং পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেয়েদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে বলে জানিয়ে দিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেছেন, ‘আমরা সংখ্যালঘুদের মর্যাদা দিতে চাই। সেই কারণেই শিক্ষাক্ষেত্রে জোর দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা যাতে শিক্ষা সমাপ্ত করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’
সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন সম্প্রতি সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার সমস্যা দূর করার জন্য ত্রি-স্তরীয় প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ২১১টি স্কুল, ২৫টি কমিউনিটি কলেজ এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে প্রাথমিক, উচ্চ-মাধ্যমিক ও তৃতীয় গঠন সংক্রান্ত স্তরে শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। প্রস্তাবিত স্কুলগুলি কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের ধাঁচে হতে পারে। নবোদয় বিদ্যাগুলিতে গ্রামের ছাত্র-ছাত্রীদের বেছে নিয়ে সর্বোত্তম শিক্ষা দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের থাকার জায়গা এবং খাবার দেওয়া হয়। সংখ্যালঘুদের স্কুলে এই ধরনের সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
নকভি বলেছেন, বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুল ভবনগুলি গড়ে তোলা হবে। আগামী বছরের মধ্যেই স্কুলগুলি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement