এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে সশস্ত্র ডাকাতি, ৫ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
থানে: মুম্বইয়ের থানের কাশিমিরা এলাকায় সশস্ত্র ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এরা সকলেই আদতে বাংলাদেশের বাসিন্দা। এদের কাছ থেকে টাকা ও গয়নার মূল্য মিলিয়ে ৯.৯৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রমাণ, এরা বাংলাদেশি। ৩ জন অল্প কদিন আগে বিমানযোগে ঢুকেছে এ দেশে, বাকি ২ জন এসেছে ট্রেনে। ধৃতদের নাম মহম্মদ পালসা মহম্মদ ইসমাইল হাওয়ালদার, বাপি আকবর শেখ, মহম্মদ লতিফ শেখ, মহম্মদ আক্রম ইরফান আলি ও লুকমান চিনা মিঁয়া। প্রথম ৪ জন খুলনার বাসিন্দা, শেষজন সিলেটের।
২২ তারিখ ভোরে থানের চেনা ক্রিকের কাছে একটি বাড়ির গ্রিল কেটে ঢুকে এরা ডাকাতি করে বলে অভিযোগ। গতকাল ভাসাই ও ভারসোভার মধ্যে একটি সেতু দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এদের গ্রেফতার করা হয়।
এ ছাড়া থানেরই এক আদালত ২ বাংলাদেশি মহিলাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ৫,০০০ টাকা করে জরিমানাও দিতে হবে এদের। ধৃত মুমতাজ রসুল শেখ ও মুনিরা আখতার হুসেন কোনও কাগজপত্র ছাড়াই এ দেশে বসবাস করছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement