এক্সপ্লোর
Advertisement
মোদীকে চিঠি ৬ বছরের মেয়ের, বিনামূল্যে হার্টের অস্ত্রোপচার
পুনে: হার্টের অসুখে আক্রান্ত ৬ বছরের মেয়ের চিঠিতে সাড়া দিলেন নরেন্দ্র মোদী। গরিব ঘরের মেয়েটির হার্টে ফুটো ধরা পড়েছিল। সুস্থ করে তোলার জন্য তার হার্টে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু ব্যয়বহুল সার্জারির অর্থের সংস্থান করা সম্ভব ছিল না বৈশালী যাদব নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর বাবার। সামান্য রোজগেরে মানুষটি মেয়ের খেলনা, বাইসাইকেল বেচে দিয়ে ওষুধ কেনার টাকা জোগাড় করছিলেন। শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটিই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে।
চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে জবাব আসে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে। সেখান থেকে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় পুনে জেলা প্রশাসনকে। তারাই খুঁজে বের করে বৈশালীর পরিবারকে। তাকে শহরের রুবি হিল ক্লিনিকে ভর্তি করিয়ে দেয় তারা। ২ জুন নিখরচায় অস্ত্রোপচার হয় বৈশালীর। সে ভাল আছে।
তার কাকা প্রতাপ যাদব জানান, তিন লক্ষ টাকার বেশি অস্ত্রোপচারের জন্য লাগবে বলে জেনেছিলেন তাঁরা। কিন্তু তাঁরা গরিব। তাছাড়া বিপিএল তালিকা সংক্রান্ত কাগজপত্রও ছিল না। তবে সমাধানের সূত্র বের করে বৈশালীই। মাসখানেক আগে টিভিতে প্রধানমন্ত্রীকে দেখে সে-ই ঠিক করে, ওনাকে চিঠি লিখে পরিবারের অসহায়তার কথা জানাবে। সে-ই চিঠি লিখে সঙ্গে স্কুলের পরিচিতি-কার্ডের ছবিও তাঁকে পাঠায়। তবে তাঁরা যে সাড়া পাবেন, এটা অপ্রত্যাশিতই ছিল বৈশালীদের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement