এক্সপ্লোর
Advertisement
‘মন কি বাত’-এর পর মানুষের মতামত জানতে মোদীর ‘জন কি বাত’
নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর মাধ্যমে মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছে। এবার সরকারের কাজকর্ম এবং নীতির বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাইছেন প্রধানমন্ত্রী। সেই কারণে ‘জন কি বাত’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাধারণ মানুষ সরকারের পারফরম্যান্সের বিষয়ে তাঁদের মতামত রেকর্ড করতে পারবেন।
এনডিএ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে ২০ দিন ধরে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিজেপি। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মেকিং অফ ডেভেলপড ইন্ডিয়া’ (মোদী)। আজ এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ। তাঁরা জানিয়েছেন, গুয়াহাটি থেকে তাঁর সরকারের তিন বছর পূর্তি অনুষ্ঠান শুরু করবেন মোদী। বিজেপি সভাপতি কেরল, আন্দামান ও নিকোবর, ছত্তিসগড় এবং অরুণাচল প্রদেশে যাবেন। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর অ-বিজেপি-শাসিত রাজ্যগুলিতে যাবেন। গরিব পরিবারগুলিকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া, জন ধন যোজনা, মুদ্রা যোজনার মতো প্রকল্পগুলির ফলে দেশের ৭০ শতাংশ মহিলার উপকার হয়েছে দাবি করেছেন স্মৃতি।
মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ ৪৫০ নেতা-মন্ত্রী অন্য রাজ্যে গিয়ে দলের অনুষ্ঠানে যোগ দেবেন। যে রাজ্যগুলিতে অন্য দলের সরকার রয়েছে, সেই রাজ্যগুলির উপর জোর দিচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাবেন বিহারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান যাবেন কর্ণাটক ও ওড়িশায়। রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, নিতিন গড়করির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা যথাক্রমে মুম্বই ও জয়পুর, দিল্লি ও লখনউ, বেঙ্গালুরু ও আমদাবাদ, ভুবনেশ্বর ও ছত্তিসগঢ় এবং চেন্নাই ও রাঁচিতে যাবেন।
বিজেপি-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকও মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করছে। ৩৩০ জন সাংসদ, ১১ জন মুখ্যমন্ত্রী, পাঁচ জন উপ-মুখ্যমন্ত্রী, রাজ্যগুলির মন্ত্রীরা এবং দলীয় নেতারা তাঁদের নিজেদের রাজ্যের বাইরে গিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন। মিছিল, গরিব মানুষের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করা সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement