এবার অ্যামাজন সাইটে গাঁধীর ছবি আঁকা স্যান্ডেল!
নয়াদিল্লি: ভারতের তেরঙ্গা পতাকার ছবি আঁকা পাপোস বিক্রির পণ্যের তালিকা থেকে সরিয়ে নিতে হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কড়া প্রতিক্রিয়ার পর। ক্ষমাও চাইতে হয়েছে। কিন্তু তারপরও ফের বিতর্কে অ্যামাজন। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ মহাত্মা গাঁধীকে অবমাননার। জাতির জনকের ছবি দেওয়া পায়ে পরার স্যান্ডেল অ্যামাজন আমেরিকার সাইটে বিক্রি করা হচ্ছে বলে বিদেশমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকে। গাঁধীর ছবি আঁকা সমুদ্রসৈকতে পায়ে পরার চটির ছবি দিয়ে সুষমাকে ট্যাগ করেছেন অনেক ট্যুইটার ব্যবহারকারী। তাঁরা লিখেছেন, কাফেপ্রেস-গাঁধী ফ্লিপফপস-ফ্লিপফপ, ফানি থং স্যান্ডলস, বিচ স্যান্ডলস। দাম লেখা রয়েছে ১৬.৯৯ মার্কিন ডলার। প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়ায় অ্যামাজন কানাডার সাইটে ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া ঘরের পাপোস বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরে কানাডার ভারতীয় হাইকমিশনকে সক্রিয় হতে নির্দেশ দেন সুষমা। জানিয়ে দেন, এভাবে ভারতবাসীর ভাবাবেগে আঘাত করায় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অ্যামাজনকে, নইলে ভারতে আসার ভিসা পাবেন না ই-রিটেলার সংস্থার কর্মীরা। মঞ্জুর হওয়া ভিসাও প্রত্যাহার করে নেওয়া হবে। সুষমার কঠোর বার্তা পেয়ে দুঃখ প্রকাশ করে আপত্তিকর পাপোসের ছবি সাইট থেকে সরিয়ে নেয় অ্যামাজন।