এক্সপ্লোর
বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত বিহারের আঝরাইলে রেল লাইনে মেরামতির কাজ শেষ, ট্রায়াল রান শুরু

পটনা: বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত বিহারের আঝরাইলে ডাউন লাইন মেরামতির কাজ শেষ। গতকাল থেকে শুরু হয়েছে ট্রায়াল রান। ইতিমধ্যেই ওই শাখায় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ডাউন লাইন দিয়ে কবে ট্রেন চলাচল শুরু হবে তা এখনও জানায়নি রেল কর্তৃপক্ষ। অন্যদিকে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত রেল পরিষেবা চালু হলেও এখনও উত্তরবঙ্গের জন্য চালু হয়নি পরিষেবা। পুজোর আগে তাই পর্যটক টানতে কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















