এক্সপ্লোর
৯ জুলাই থেকে বদলির বিরুদ্ধে অবস্থানে, ধরনাস্থলেই ‘মেহেন্দি’, ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান হয়েছে, কাল বিয়েও হবে বিদ্যুত্কর্মীর!
নিখিল তিখে নামে ওই কর্মী এখান থেকে ৬০০ কিমি দূরে অমরাবতী জেলায় বিদ্যুত সংস্থার চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনে অবস্থানে বসেছেন। সঙ্গে রয়েছেন কয়েকজন সহকর্মীও।

ঠানে: আগামীকাল শুক্রবার বিয়ে। কিন্তু অন্যায় ভাবে বদলির চেষ্টার অভিযোগ তুলে ৯ জুলাই থেকে অবস্থানে বসা সরকার পরিচালিত বিদ্যুত সংস্থার এক কর্মী প্রতিবাদ থেকে বিরত থাকতে নারাজ। অবস্থান প্রত্যাহারের অনুরোধ বাতিল করায় অতঃপর তাঁর পরিবারের লোকজন ধরনাস্থলেই বিয়ের আচার-অনুষ্ঠান সারছেন। নিখিল তিখে নামে ওই কর্মী এখান থেকে ৬০০ কিমি দূরে অমরাবতী জেলায় বিদ্যুত সংস্থার চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনে অবস্থানে বসেছেন। সঙ্গে রয়েছেন কয়েকজন সহকর্মীও। বাড়ির লোকজনের কথায় নরম হননি নিখিল। তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যরা বুধবার রাতে অনশনস্থলেই ‘মেহেন্দি’ অনুষ্ঠান সারেন। বৃহস্পতিবার সকালে গায়ে হলুদ মাখানোর প্রথা সম্পন্ন করেন নিখিলের বাড়ির লোকজন, বন্ধুবান্ধবরা। মহারাষ্ট্র রাজ্য বিদ্যুত্ কর্মচারী ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি লিলেশ্বর বানসোড়ে পিটিআইকে বলেছেন, উনি অনড় মনোভাব ছেড়ে সিদ্ধান্ত না বদলালে বিয়েটাও ধরনাস্থলেই পরিবারের লোকজন, সহকর্মীদের সামনে হবে। ফেডারেশনের সাত সদস্য গত সপ্তাহ থেকে বেআইনি বদলি ও পদোন্নতি না হওয়ার অভিযোগে প্রতিবাদস্বরূপ অবস্থান করছেন। নিখিল এক প্রশ্নের উত্তরে বলেন, সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার প্রতিবাদ চলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















