৫০ প্রতিবন্ধী, আর্থিক দুর্বল প্রৌঢ়কে দত্তক নেবে এইমস
নয়াদিল্লি: আর্থিকভাবে পিছিয়ে পড়া ও শারীরিক প্রতিবন্ধী এমন ৫০ প্রৌঢ়কে দত্তক নিচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)। তাঁদের স্বাস্থ্য ও সার্বিক দেখভালের দায়িত্ব নেবে এইমস। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই এইমসের এই নয়া ভাবনা।
জানা গিয়েছে, বয়স্কদের স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা এবং কতটা তাঁরা সেই সেবা পাচ্ছে—সবদিক বিচার করে বৃদ্ধাশ্রম ও বিভিন্ন জায়গায় বসবাসকারী অঞ্চল থেকে এই প্রবীণ নাগরিকদের বাছা হবে।
এই প্রসঙ্গে, এইমসের চিকিৎসক প্রসূণ চট্টোপাধ্যায় বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এই প্রকল্প শুরু করেছে এইমসের জেরিয়াট্রিক বিভাগ। তিনি জানান, এই সকল ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে। তাঁদের সুচিকিৎসার বন্দোবস্ত করা হবে। এমনকী, প্রয়োজন হলে, তাঁদের হাসপালে স্থানান্তরিত করার ব্যবস্থাও করা হবে।
সম্প্রতি, রাজধানীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত বৃদ্ধাশ্রমে গিয়ে সমীক্ষা চালায় এইমসের জেরিয়াট্রিক বিভাগ। জানা যায়, প্রায় ৮০ শতাংশই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত। তারপরই এই অভিনব ভাবনাকে রূপ দিতে উদ্যোগী হয় এইমস।
এইমস-এর এই উদ্যোগ প্রসঙ্গে আপনাদের মতামত নীচের কমেন্ট বক্সে লিখুন...