এক্সপ্লোর
Advertisement
ইসলাম মেনে চলি, মোদীকে নয়! পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলাদের হজযাত্রা নিয়ে ঘোষণার বিরুদ্ধে ল বোর্ড
পুনে (মহারাষ্ট্র): 'মেহরাম' অর্থাত্ পুরুষ অভিভাবক ছাড়াই মুসলিম মহিলারা হজে যেতে পারবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের এই ঘোষণায় ক্ষোভ চড়ছে মুসলিম সংগঠনগুলির মধ্যে। তিন তালাক লোকসভায় পাশ হওয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার পর এবার এ নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি) প্রবল আপত্তি জানাল। সংগঠনের সচিব মৌলানা আবদুল হামিদ আজহারি মুসলিম সমাজ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা ধর্মীয় বিষয়, আইন করে সংসদে পাশ করানোর ব্যাপার নয়। তাঁর দাবি, ৯৯ শতাংশ মুসলিমই তাদের ধর্মীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলেন, প্রধানমন্ত্রী মোদী বা আর কারও কথা শুনে নয়।
আজহারির ব্যাখ্যা, কোনও মহিলা হজ বা অন্য কোথাও, একজন পুরুষ অভিভাবক ছাড়া তিনদিনের বেশি বা ৭৮ মাইলের অতিরিক্ত পথ যেতে পারেন না। কোনও মহিলার পুরুষ অভিভাবক না থাকলে, কোনও পুরুষকে অভিভাবক হিসাবে হজে সঙ্গে করে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য না থাকলে তাঁকে তীর্থযাত্রার দায় থেকে রেহাই দেওয়া হয়।
গতকাল দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ৩৯-তম মন কি বাত ভাষণে প্রধানমন্ত্রী হজযাত্রী বাছাইয়ের লটারি প্রক্রিয়া থেকে পুরুষ অভিভাবক ছাড়া হজে যেতে ইচ্ছুক মহিলা তীর্থযাত্রীদের বাদ দেওয়ার কথা বলেন। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, এবার ৪৫-এর বেশি বয়সী মুসলিম মহিলাদের অন্তত চারজনের একটি দলকে হজযাত্রায় অনুমতি দেওয়া হবে।
মেহরাম-এর অর্থ হল, এমন একজন পুরুষ যিনি মুসলিম মহিলার বাবা, ভাই যাঁকে তিনি বিয়ে করতে পারবেন না। এখনও পর্যন্ত চালু নিয়ম হল, হজে যেতে হলে মুসলিম মহিলাদের স্বামী বা মেহরমদের সঙ্গে নিতে হয়।
এদিকে নারী অধিকার আন্দোলনের কর্মী সুধা রামলিঙ্গম প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েও এটা চলতি নিয়মে কোনও বদল নয় বলে দাবি করেন। তিনি বলেন, এতে নতুন কিছুই নেই। সৌদি আরবই বলে দিয়েছে, ৪৫-এর বেশি বয়সের মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই আসতে পারেন, তবে দলবেঁধে আসতে হবে, সঙ্গে থাকতে হবে তাঁর পুরুষ অভিভাবকের লিখিত অনুমতিপত্র।
দিনকয়েক আগে লোকসভায় তিল তালাক বাতিলের বিল পাস হওয়ার পর এআইএমপিএলবি তার নানা ধারার ব্যাপারে আপত্তি তুলে জানিয়ে দিয়েছে, বিলটি সংশোধন করে আরও ভাল বা বাতিল করতে তারা গণতান্ত্রিক পথে এগোবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement