এক্সপ্লোর
Advertisement
বিমানে বিজনেস ক্লাসে সিট না মেলায় এয়ার ইন্ডিয়া কর্মীকে পঁচিশ বার জুতো পেটা শিবসেনা সাংসদের
নয়াদিল্লি: বিজনেস ক্লাসে সিট না পাওয়ায়, বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীকে চপ্পল খুলে পেটালেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল এগারোটার সময় বিমানটি পুণে থেকে দিল্লি পৌঁছতেই এই কাণ্ডটি ঘটান ওই সাংসদ।
এপ্রসঙ্গে, সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি যা করেছেন বেশ করেছেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ওই বিমানকর্মী, তাই তিনি তাঁকে চটি দিয়ে মেরেছেন। গায়কোয়াড়ের দাবি, তিনি বিজনেস ক্লাসের টিকিটের জন্যে টাকা দিয়েছিলেন, কিন্তু তারপরও তাঁকে ইকোনমি ক্লাসে বসতে বাধ্য করা হয়। এই ঘটনা তাঁর সঙ্গে এনিয়ে প্রথমবার ঘটল না বলেও দাবি করেন ওই সাংসদ। এর আগে তিনি এধরনের ঘটনার জন্যে একাধিকবার অভিযোগ জানিয়েও, কোনও লাভ হয়নি। তাই এবার তাঁর মাথা গরম হয়ে যায়, এবং তিনি ওই বিমানসংস্থার কর্মীকে মেরে দেন।
সাংসদ জানান, তাঁর সঙ্গে ওই কর্মীর প্রথমে বাদানুবাদ হয়। তিনি জানতে চান, কেন তাঁকে বিজনেস ক্লাসে বসার জায়গা দেওয়া হচ্ছে না? ওই কর্মীর দাবি ছিল, বিজনেস ক্লাসের সমস্ত জায়গা ভর্তি, তাই তাঁকে ইকোনমি ক্লাসেই বসতে হবে। এরপরই রেগে গিয়ে তাঁকে মেরে দেন সাংসদ।
এদিকে বিমানসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিল্লিতে বিমান পৌঁছনোর পর, অভিযুক্ত সাংসদ এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজারকে প্রায় ২৫ বার জুতো পেটা করেন। এবিষয়ে সংস্থার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। তাঁরা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে সাংসদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণেরও ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন।
বিমানসংস্থার পক্ষে আরও দাবি করা হয়েছে, বুধবারই গায়কোয়াড়ের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছিল, ওই বিমানে সবই ইকোনমি ক্লাস এবং এরপরই ওই বিমানে আসার সিদ্ধান্ত নেন ওই সাংসদ।
এরপর আজ দিল্লি বিমানবন্দরে পৌঁছে ওই সাংসদ দাবি করেন, এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে তিনি সেখান থেকে যাবেন না। এরপরই সেখানে গিয়ে সাংসদের কাছে ক্ষমা চান ডিউটি ম্যানেজার এবং বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। তখনই ম্যানেজারকে হেনস্থা করে চটি খুলে মারতে শুরু করেন অভিযুক্ত সাংসদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement