অখিলেশ মনের কথা নয়, কাজের কথা বলেন, মোদীকে 'খোঁচা' ডিম্পলের
![অখিলেশ মনের কথা নয়, কাজের কথা বলেন, মোদীকে 'খোঁচা' ডিম্পলের Akhilesh Does Kaam Ki Baat Not Mann Ki Baat Dimple অখিলেশ মনের কথা নয়, কাজের কথা বলেন, মোদীকে 'খোঁচা' ডিম্পলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/16183110/Akhilesh-Yadav-000.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কানপুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনের কথার চেয়ে বেশি কাজের কথা বলাই পছন্দ করেন। নির্বাচনী প্রচারে এইভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টি প্রার্থী তথা অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব।
এদিন আর্যনগর কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডিম্পল বলেন, ‘অখিলেশ যাদব মন কি বাত নহি করতে, ভল্কি কাম কি বাত করতে হ্যাঁয়।’ অর্থাৎ, অখিলেশ মনের কথা না বলে কাজের কথা বলেন। তিনি যোগ করেন, উত্তরপ্রদেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যেতে মানুষের উচিত তাঁকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা।
অখিলেশকে উত্তরপ্রদেশর ভূমিপুত্র উল্লেখ করে ডিম্পল আরও বলেন, অখিলেশ সর্বদা রাজ্যের উন্নয়নের কথা চিন্তা করে। তাঁর লক্ষ্য, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, মহিলাদের পেনশন দেওয়া, সড়কের মান ভাল করা, পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া বিদ্যুতের বৃদ্ধি ঘটানো।
এদিন বিজেপি ও মায়াবতীর বিএসপি-কে একযোগে আক্রমণ করেন ডিম্পল। বলেন, একদিকে মায়াবতী নিজের আমলে বিভিন্ন পার্কে লাইন করে হাতির মূর্তি (দলীয় প্রতীক) বসিয়েছিল। ঠিক একইভাবে, কেন্দ্র নোট বাতিল করে মানুষকে করিয়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। উভয়ক্ষেত্রেই, মানুষই ভোগান্তির শিকার হয়েছেন।
প্রসঙ্গত, কন্নৌজ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন ডিম্পল। তিনি দাবি করেন, ২০১২ সালের নির্বাচনে যা যা প্রতিশ্রুতি সমাজবাদী পার্টি দিয়েছিল, তার সিংহভাগই পূরণ করেছে শাসক দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)