বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে,পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে যোগীর বাসভবনের বাইরে সপরিবারে আত্মহত্যার চেষ্টা মহিলার
Lucknow: A woman & her family allegedly attempted suicide outside CM Residence. Her family alleges the woman was raped by a BJP MLA & his accomplices & no action is being taken. pic.twitter.com/Srl5yQqhXP
— ANI UP (@ANINewsUP) April 8, 2018
ওই মহিলার দাবি, তাঁকে ধর্ষণ করা হয়। তিনি সুবিচারের আর্জিতে দোরে দোরে মাথা ঠুকেছেন। কিন্তু কেউ কর্ণপাত করেনি। তিনি বলেছেন, ''আমি চাই সবাইকে গ্রেফতার করা হোক, নাহলে আমি আত্মঘাতী হব। আমি মুখ্যমন্ত্রীর কাছেও দিয়েছিলাম। কিন্তু কোনও ফল হয়নি। এফআইআর দায়ের করলে আমাদের হুমকি দেওয়া হয়'। ওই মহিলা ও তাঁর পরিবারের আত্মহত্যার চেষ্টায় বাধা দেয় পুলিশ। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের লখনউয়ের গৌতম পল্লি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। লখনউ-এর এডিজি রাজীব কৃষ্ণন বলেছেন, তাঁকে সেনগার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। সেনেগারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মহিলার পরিবারের অভিযোগ। বিধায়কের লোকজন তাঁদের মারধর করেছেন বলেও অভিযোগ। ঘটনার বিস্তারিত তদন্তে জানা গেছে যে, দুই পক্ষের মধ্যে গত ১০-১২ বছর ধরে বিবাদ রয়েছে।I was raped. I have been going from pillar to post for one year but no one listened to me. I want all of them arrested otherwise I will kill myself. I had even gone to the CM to no result. When we lodged FIR we were threatened: Woman allegedly raped by BJP MLA pic.twitter.com/wgHrNz1Bmi
— ANI UP (@ANINewsUP) April 8, 2018
They alleged that Kuldeep Singh Sengar raped her, no action was taken & they were beaten up by the other party. On further probe it was found that both parties are in a dispute since 10-12 years: Rajiv Krishan, ADG Lucknow on woman attempting suicide outside CM residence pic.twitter.com/EiwmDaPhZS
— ANI UP (@ANINewsUP) April 8, 2018
Case transferred to Lucknow. Allegations can be proved only after a thorough probe: Rajiv Krishan, ADG Lucknow zone on woman attempting suicide outside CM residence alleging she was raped by BJP MLA Kuldeep Singh Sengar pic.twitter.com/yTvVQOQ8OJ
— ANI UP (@ANINewsUP) April 8, 2018