এক্সপ্লোর
সংসদে আনা হচ্ছে সংশোধনী, গাছের তালিকা থেকে বাদ বাঁশ

নয়াদিল্লি: আসবাব তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহার সহজ করার লক্ষ্যে এবার বাঁশকে গাছের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ১৯২৭ সালের আইন বদল করার জন্য সংসদের শীতকালীন অধিবেশনেই বিল পেশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হর্ষবর্ধন। আন্তর্জাতিক ভেষজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষবর্ধন বলেছেন, ‘বাঁশকে গাছের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সম্প্রতি অর্ডিন্যান্স এনেছে সরকার। এবার সংসদে সংশোধনী পেশ করা হবে। এর ফলে বাঁশ সংক্রান্ত ব্যবসায় যুক্ত ব্যক্তিদের সুবিধা হবে। বাঁশকে গাছের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ভারতকে দীর্ঘ ৯০ বছর অপেক্ষা করতে হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কাজ করলেন।’ হর্ষবর্ধন আরও বলেছেন, জাপানে সম্প্রতি ‘একুশ শতকে সবার জন্য স্বাস্থ্য’ বিষয়ক আলোচনাসভায় বলা হয়েছে, সবার কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গেলে ভারতীয় ওষুধ, আয়ুর্বেদ ও ইউনানিকে গুরুত্ব দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















