এক্সপ্লোর
Advertisement
দুর্নীতির অভিযোগ তুলে অপমান করেছেন কেরলের ক্রীড়ামন্ত্রী, অভিযোগ অঞ্জুর
তিরুঅনন্তপুরম: কয়েকদিন আগেই সদ্য প্রয়াত কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে কেরলের ক্রীড়াবিদ বলে হাসির খোরাক হওয়া ই পি জয়রাজন ফের বিতর্কে।
কেরলের ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এবার সরব প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। তাঁর অভিযোগ, মন্ত্রী তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপমান করেছেন। জয়রাজন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। সহকর্মীর পাশেই দাঁড়িয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কেরল স্পোর্টস কাউন্সিলের সভাপতি অঞ্জু। তাঁকে এই পদে বসিয়েছিল পূর্বতন রাজ্য সরকার। প্রাক্তন অলিম্পিয়ানের অভিযোগ, সম্প্রতি ক্রীড়ামন্ত্রী তাঁর সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন এবং তাঁকে অপমান করেছেন। প্রথম বৈঠকেই তিনি বলেছেন, কংগ্রেস সরকার যাঁদের নিয়োগ করেছিল, তাঁরা সবাই পার্টির সদস্য। তাঁরা যে কাজ করছেন সে সবই বেআইনি। অঞ্জুর বিমানের টিকিট পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন জয়রাজন।
অঞ্জুর এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগের সরকার অঞ্জুকে অনেক অন্যায় সুবিধা দিয়েছিল। এমনকী, তাঁকে বেঙ্গালুরু থেকে তিরুঅনন্তপুরমের বিমানের টিকিটের অর্থও দেওয়া হয়েছিল। ক্রীড়ামন্ত্রী সে বিষয়েই প্রশ্ন করেছেন। এটা কী করে অপমান হল? প্রশ্ন বিজয়নের। তাঁর আরও দাবি, তাঁরা অঞ্জুকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখছেন না।
২০০৩ সালে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতে ইতিহাস গড়েন অঞ্জু। তিনি ছাড়াও স্পোর্টস কাউন্সিলে আছেন অ্যাথলিট প্রীজা শ্রীধরণ, ভারতীয় হকি দলের অধিনায়ক পি আর শ্রীজেশ, কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি টি সি ম্যাথু।
অঞ্জুর দাবি, তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। খেলার উন্নতির জন্যই তাঁরা কাজ করছেন। সরকার যদি তাঁদের কাজে সন্তুষ্ট না হয় তাহলে তাঁদের সরে যেতে বলতে পারে। কিন্তু তাঁদের দুর্নীতিগ্রস্ত বলা চলবে না। মন্ত্রী খারাপ ব্যবহার করেছেন বলেই তিনি মুখ্যমন্ত্রীকে সেটা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement