এক্সপ্লোর
Advertisement
ফের ধর্ষণ হরিয়ানায়, প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা
চণ্ডীগড়: দেশের ধর্ষণ-রাজ্য হতে চলেছে হরিয়ানা? প্রতিদিনই সে রাজ্যের কোনও না কোনও প্রান্তে যৌন লালসার শিকার হতে হচ্ছে শিশুকন্যা থেকে শুরু করে ষাটোর্ধ্ব মহিলাকে। ফের কুড়ি বছরের এক তরুণীকে ধর্ষণ করল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেহাবাদ জেলার এক গ্রামে।
মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁকে তাঁর প্রতিবেশী সহ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ধর্ষণ করেছে। বাড়িতে যখন মহিলা একলা ছিলেন, সেসময় ওই দুই ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে যৌন অত্যাচার করে বলে বয়ানে জানিয়েছেন মহিলা। এমনকি এই ঘটনার কথা মহিলা যদি কাউকে জানিয়ে দেন, তাহলে তার ফলও ভাল হবে না বলে হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। মাত্র ছ মাস আগে ওই মহিলার বিয়ে হয়। অভিযুক্ত প্রতিবেশী ও তার বন্ধুর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সাম্প্রতিক কালে হরিয়ানায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হিসারে ১৪ বছরের এক কিশোর ধর্ষণ করে তিন বছরের এক শিশুকন্যাকে। শনিবার ঝিন্দে দিল্লির নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে নির্মমভাবে এক কিশোরীর ওপর অত্যাচার চালিয়ে তাকে হত্যা করা হয়। গত মঙ্গলবার থেকে মেয়েটি নিখোঁজ ছিল। মেয়েটির ওপর এতটাই মারাত্মক মাত্রায় অত্যাচার চালানো হয় যে তার গোপনাঙ্গ ছিঁড়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্থ ছিল বেশি কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ। এভাবে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে চলে আসায় খট্টর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement