জাতীয় সঙ্গীত: সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয়তাবাদ পুষ্ট হবে, বলল বিজেপি
নয়াদিল্লি: দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমা শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে সন্তোষ জানাল বিজেপি। এতে জাতীয়তাবাদী চেতনা সমৃদ্ধ হবে বলে অভিমত নরেন্দ্র মোদীর দলের। এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বোধও শক্তিশালী হবে বলে জানিয়েছে তারা।
সুপ্রিম কোর্টের এক বেঞ্চ আজ এও বলেছে যে, যখন জাতীয় সঙ্গীত বাজবে, প্রেক্ষাগৃহে উপস্থিত সবাইকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করতে হবে। জাতীয় সঙ্গীত বাজবে, আর পিছনে পর্দার স্ক্রিনে দেখাতে হবে জাতীয় পতাকা, এও বলা হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশে।
জাতীয় বিজেপির জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মার বক্তব্য, বিজেপি এই নির্দেশকে স্বাগত জানায়, এজন্য আদালতেরও প্রশংসা করে। এর ফলে জাতীয়তাবাদী ভাবনা জোরদার হবে। জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা গোটা দেশকে একসূত্রে বেঁধে রাখে, এই ঐক্যের বোধই এবার আরও গভীর হবে। জাতীয় চেতনা জোরালো হলে ভারতের 'বিশ্ব গুরু' হয়ে উঠতে সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপির আরেক মুখপাত্র নলিন কোহলির মতে, সর্বোচ্চ আদালতের এদিনের নির্দেশ মানুষকে এটাই মনে করিয়ে দিচ্ছে যে, জাতীয় প্রতিষ্ঠানগুলি ও তার সঙ্গে সম্পর্কিত প্রতীকগুলির প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। সাম্প্রতিককালে অনেকেই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়াচ্ছিলেন না। বিতর্ক হয়েছে।
আসাদুদ্দিন ওয়েইসির মতো এআইএমআইএম নেতাও এই নির্দেশ স্বাগত জানিয়েছেন বটে, তবে তাঁর প্রশ্ন, সত্যিই কি জাতীয়তাবাদ, দেশপ্রেম বোধ চাঙ্গা করা যাবে এভাবে।