Bangladesh: রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতার, সীমান্তে বেড়েছে তৎপরতা, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা | ABP ANANDA LIVE
ABP ANANDA LIVE: পড়শি দেশ বাংলাদেশে অশান্তি। রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহে সদা সতর্ক বিএসএফ। সীমান্তে বেড়েছে তৎপরতা। বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা। তারপরও আতঙ্ক পিছু ছাড়ছে না সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের।
আরও খবর...
এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানা। উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। মাদক কারবারি হামিদুল হক-সহ বাড়ির সদস্যরা পলাতক।
বাংলার ভোটার লিস্টে জঙ্গির নাম, অবিলম্বে তালিকা সংশোধনের দাবি অমিত মালব্যর। 'মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে মহম্মদ শাদ রাডির' ধৃত জঙ্গি তৃণমূলের ভোটার ছিল, দাবি বিজেপি নেতার অমিত মালব্যর।