পিভি সিন্ধুকে গ্রুপ-১ গেজেটেড অফিসার পদে নিয়োগ করতে আইন বদল অন্ধ্র সরকারের
![পিভি সিন্ধুকে গ্রুপ-১ গেজেটেড অফিসার পদে নিয়োগ করতে আইন বদল অন্ধ্র সরকারের Ap Amends Act To Appoint Pv Sindhu As Group 1 Officer পিভি সিন্ধুকে গ্রুপ-১ গেজেটেড অফিসার পদে নিয়োগ করতে আইন বদল অন্ধ্র সরকারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/28192900/sindhu2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমরাবতী: অলিম্পিক রূপোজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুকে সরকারি গ্রুপ-১ গ্রেডের অফিসার পদে নিয়োগ করতে আইন পরিবর্তন করল অন্ধ্রপ্রদেশ প্রশাসন।
এদিন সরকারি কর্মী নিয়োগের জন্য পাবলিক সার্ভিস বিলে প্রয়োজনীয় সংশোধনী সর্বসম্মতভাবে পাশ করানো হয় অন্ধ্র বিধানসভায়। এরপর বিধান পরিষদেও তা পাশ করানো হয়।
এতদিন অন্ধ্রপ্রদেশের সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য প্রার্থীকে পাবলিস সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিটি ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে যেতে হত।
কিন্তু, রাজ্যের কৃতী ক্রীড়াবিদ সিন্ধুকে সরাসরি ক্যাডার পদে সরকারি চাকরি দিতে এই আইনের চার নম্বর ধারায় সংশোধনী আনা হয়। এদিন এই উপলক্ষ্যে সিন্ধুকে রাজ্যের ক্রীড়া দূত হিসেবে নিয়োগ করারও ইচ্ছাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
গত বছর অলিম্পিক্সে সাফল্যের পর গত বছরের ২২ অগস্ট, অন্ধ্রপ্রদেশ ক্যাবিনেটে সিন্ধুকে তাঁর পছন্দের দফতরে গ্রুপ-১ (গেজেটেড অফিসার) পদে নিয়োগের জন্য প্রস্তাব পাশ করেছিল রাজ্য প্রশাসন।
পাশাপাশি, সিন্ধুকে ৩ কোটি নগদ পুরস্কার ও অমরাবতীতে একটি জমিও দেয় অন্ধ্র সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান, সিন্ধু ছাড়াও, রাজ্যের অন্য সফল ক্রীড়াবিদদেরও সরকারি চাকরি দেওয়া হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)