এক্সপ্লোর
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে ভোট চাইছেন প্রিয়ঙ্কা চোপড়া, অর্জুন কাপূর!
নয়াদিল্লি: আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। এই নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে উঠেছিল। বিভিন্ন ছাত্র সংগঠন পড়ুয়াদের কাছে পৌঁছতে মিটিং, মিছিল ছাড়াও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে। অভিযোগ, প্রচারে টাকাপয়সাও দেদার খরচ হয়েছে। গতকাল প্রচার শেষ হয়েছে। কিন্তু এরপরও প্রচার চলছে চুটিয়ে। আর এ জন্য নেওয়া হয়েছে অভিনব পন্থা। নির্বাচনী আচরণ বিধি উপেক্ষা করেই ঘুরপথে চালানো হয় প্রচার। আর এ জন্য বলিউড তারকাদের শরণাপন্ন হতে হয় দুই যুযুধান পক্ষ এবিভিবি এবং এনএসইউআই-কে। এক ঝলক দেখলে মনে হবে, ভোট চাইছেন প্রিয়ঙ্কা চোপড়া ও অর্জুন কাপূর। এই দুই তারকার পোস্টার লাগিয়ে প্রচার করে দুই ছাত্র সংগঠন।
গত ৭ সেপ্টেম্বর অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হোস্ট করার জন্য প্রিয়ঙ্কা চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, পোস্টারের এক জায়গায় ৪ নম্বর লেখা হয়েছে, যা এবিভিপি-র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রিয়ঙ্কা চাওয়ারির ব্যালট নম্বর। এই পোস্টার বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে লাগানো হয়।
এক্ষেত্রে এনএসইউআই-ও কীভাবে পিছিয়ে থাকে! প্রিয়ঙ্কার পোস্টারের পাল্টা হিসেবে দৌলত রাম কলেজ সহ অন্যান্য কলেজের পাশে অর্জুন কাপূরের পোস্টার লাগানো হয়। সেখানে লেখা হয় ২ নম্বর, যা এনএসইউআই-র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী অর্জুন চপরানার ব্যালট নম্বর।
শুধু এই নয়, ছাত্রদের বিনা পয়সায় চা খাওয়ানোরও বন্দোবস্ত করা হয়। আর চায়ের কাপে ছিল প্রার্থীদের নাম।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলা হয়, এই ঘটনা সম্পর্কে অনুসন্ধান করে দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement