এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
বাতিল নোটের ৯৭ শতাংশই ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছে?
নয়াদিল্লি: গত ৩০ ডিসেম্বর বাতিল নোট ব্যাঙ্কগুলিতে জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। এরমধ্যে বাতিল নোটের প্রায় ৯৭ শতাংশই ফিরে এসেছে বলে ওয়াকিবহাল মহল সূত্রের খবর। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা কালো টাকা উদ্ধার অভিযান ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা সংক্রান্ত নিয়মের উল্লেখ করে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওয়াকিবহাল মহল সূত্রে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ১৪.৯৭ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। প্রাথমিকভাবে সরকারের হিসেব ছিল, ৫০০ ও ১০০০ টাকার নোটে যে ১৫.৪ লক্ষ কোটি টাকা ছিল, তার মধ্যে ৫ লক্ষ কোটি টাকা আর ব্যাঙ্কিং সিস্টেমে ফিরবে না। অর্থাত্ নোট বাতিলের পর করফাঁকি দিয়ে মজুত করা ওই পরিমাণ কালো টাকা মূল্যহীন হয়ে পড়বে।
কিন্তু বাতিল নোটের প্রায় পুরোটাই ব্যাঙ্কে ফিরে আসাটা মোদীর কাছে একটা বড় ধাক্কা। কেননা, কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তাঁর প্রশাসনের দুর্নীতি-মোকাবিলায় বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই পদক্ষেপের ওপর কার্যত বাজি ধরেছিলেন প্রধানমন্ত্রী।
নোট বাতিলের ফলে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী হয়েছে। নগদের সংকটে জেরবার মানুষকে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাঁড়াতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সরকারের এই পদক্ষেপ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের সুফল কতটা হবে এবং তা কত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনও দিশা এখনও পর্যন্ত দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই।
ইন্ডিয়ান স্কুল অফ পলিটিক্যাল ইকোনমি-র অনারারি ফেলো নীলকান্ত রথ বলেছেন, প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দেওয়া হয়নি এবং পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত ছিল না। এক্ষেত্রে সরকারের আশা ভুল প্রতিপন্ন হয়েছে।
গত সপ্তাহে বেসরকারি সংস্থাগুলির প্রকাশিত তথ্য থেকে ইঙ্গিত মিলেছে যে, নোট বাতিলের ফলে প্রায় দুই লক্ষ কোটি টাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। রিপোর্ট অনুসারে নিক্কেই ইন্ডিয়া সার্ভিসেস ম্যানেজার্স ইনডেক্স গত নভেম্বরের পর ডিসেম্বরও নিম্নমুখী।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, নতুন নোটে প্রায় ৮ লক্ষ কোটি টাকা বাজারে ফিরে এসেছে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, ব্যাঙ্কে টাকা জমা পড়ার এই হিসেবে অদলবদলও হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement