এক্সপ্লোর
Advertisement
বলিউডে সুযোগ করে দেওয়ার নামে মাদক খাইয়ে ধর্ষণ, অভিযুক্ত ‘প্রযোজক’
নয়াদিল্লি: বলিউডে অভিনয় করার স্বপ্ন অনেক মহিলাই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সফল করতে গিয়ে অনেকেই ফাঁদে পড়েন। যেমন বিপাকে পড়েছেন ৩২ বছর বয়সি এক মহিলা। আলতাফ মার্চেন্ট নামে এক ব্যক্তি প্রযোজক পরিচয় দিয়ে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। মাদকাসক্ত হয়ে পড়া ওই মহিলা নায়িকা হওয়ার স্বপ্ন ভুলে এখন চিকিৎসা করাচ্ছেন।
নির্যাতিতা বলেছেন, ২০১৩ সালে এক বন্ধুর মাধ্যমে আলতাফের সঙ্গে তাঁর পরিচয় হয়। আলতাফ তাঁকে ছবিতে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে একদিন বান্দ্রায় আলতাফের বাড়িতে যান তিনি। সেখানে তখন অনেক উঠতি বয়সের ছেলে-মেয়েই বসে মাদক খাচ্ছিল। এই দৃশ্য দেখে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন। কিন্তু আলতাফ তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে জোর করে কোকেন খাইয়ে দেয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে যান।
পরের দিন সকালে জ্ঞান ফেরার পরেও ওই মহিলার মাথা ধরে ছিল এবং গোপনাঙ্গে ব্যথা ছিল। তিনি বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করেছে আলতাফ।
সেদিনের মতো সেখান থেকে চলে গেলেও, নেশাগ্রস্ত হয়ে পড়েন ওই মহিলা। ফলে মাদকের খোঁজে একদিন ফের আলতাফের বাড়িতে যেতে হয় তাঁকে। সেদিন তিনি বিভিন্ন মহিলার সঙ্গে আলতাফের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও সিডি দেখতে পান। এরপরেই মুম্বই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি। কিন্তু আলতাফ রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ থাকার কথা বলে তাঁকে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
আলতাফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছে অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement