এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশে সংখ্যালঘু নিগ্রহে উদ্বিগ্ন ভারত, হাসিনাকে জানাতে নির্দেশ সুষমার
নয়াদিল্লি ও ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলায় উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নয়াদিল্লির এই উদ্বেগের কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
স্বরাজ ট্যুইট বার্তায় বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে আমাদের গভীর উদ্বেগের কথা সেদেশের প্রধানমন্ত্রীকে জানাতে ঢাকার ভারতীয় হাইকমিশনারকে বলেছি’।
উল্লেখ্য, বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, মন্দির ভাঙচুর করে। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুকে একটি পোস্টে ইসলামের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার ভোরে ব্রাহ্মণবেড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু মহল্লায় হামলা চালানো হয়। তার জেরে এলাকার সংখ্যালঘুরা ঘরবাড়ি ছেড়ে চলে যান।
বাংলাদেশের মানবাধিকার কমিশন এই হামলার তীব্র নিন্দা করে বলেছে, সংখ্যালঘুদের জমি দখলের জন্যই সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
নাসিরপুরে হামলার ঘটনায় বাংলাদেশ পুলিশ গতকাল আরও ৯ জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হল। বিভিন্ন জায়গায় হানা দিয়ে অভিযুক্তদের ধরা হয়েছে বলে জানিয়েছেন নাসিরপুর থানার ওসি আবু জাফর।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই নাসিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement