ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে কোটি টাকার লটারি ঘোষণা নীতি আয়োগের
![ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে কোটি টাকার লটারি ঘোষণা নীতি আয়োগের Awards Totalling Rs 340 Cr Announced To Spur Digital Payments ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে কোটি টাকার লটারি ঘোষণা নীতি আয়োগের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/15184410/didgital-paymemts-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ৫০০-১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর দেশে নগদ-নির্ভর অর্থনীতির অবসান ঘটাতে চাইছেন নরেন্দ্র মোদী। ডিজিটাল, অ্যাপ-নির্ভর আর্থিক লেনদেনের পক্ষে সওয়াল করছেন প্রধানমন্ত্রী।ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে জ্বালানি, হাইওয়ে টোল, রেলের টিকিটে ছাড় দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এবার ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে পুরস্কার ঘোষণা করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। ডিজিটাল মাধ্যমে জিনিসপত্রের দাম মেটালে দৈনিক, সাপ্তাহিক, মেগা আর্থিক পুরস্কার দেবে সরকার, জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে লাকি গ্রাহক যোজনা, ডিজি ধন ব্যাপার যোজনা নামে দুটি স্কিম ঘোষণা করে কান্ত জানান, ডিজিটাল পদ্ধতিতে দাম মেটাতে দেশের সব অংশের মানুষকে উত্সাহ দিতে চায় সরকার। দুটি স্কিমে ৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে ছোট অঙ্কের লেনদেন করা যাবে ডিজিটাল পদ্ধতিতে। থাকবে পুরস্কার। প্রথম ড্র হবে ২৫ ডিসেম্বর। সবচেয়ে বড় অঙ্কের পুরস্কারের মেগা ড্র হবে ১৪ এপ্রিল, বি আর অম্বেডকরের জন্মদিনে। তিনি জানান, বড়দিন থেকে শুরু করে ১০০ দিন ১০০০ টাকা অর্থমূল্যের ১৫ হাজার পুরস্কার ঘোষণা করবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, প্রত্যেকের জন্যই সপ্তাহে সাত হাজার পুরস্কার থাকবে। সাধারণ গ্রাহকের জন্য ১ কোটি, ৫০ লক্ষ ও ২৫ লক্ষ টাকার মেগা প্রাইজ থাকবে। ব্যবসায়ীদের জন্য এই পুরস্কারের অর্থমূল্য ৫০ লক্ষ, ২৫ লক্ষ ও ৫ লক্ষ টাকা। সব মিলিয়ে ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে সরকারের পুরস্কার স্কিমে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩৪০ কোটি টাকা। বর্তমানে ৫ শতাংশ ভারতীয় ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করেন সরকারি হিসাবে। তবে কান্তের দাবি, পুরানো নোট বাতিল হওয়ার পর ৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেন ৯৫ শতাংশ বেড়েছে। রুপে কার্ডে লেনদেন ৩১৬ শতাংশ, ই ওয়ালেটে লেনদেন ২৭১ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)