এক্সপ্লোর
Advertisement
পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আসছে বায়োমেট্রিক ব্যবস্থা
নয়াদিল্লি: বর্তমানে ইন্টারনেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের যুগে পাসওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। আর আলাদা পাসওয়ার্ড মনে রাখাটা যে একটা সমস্যা, একথা সবাই জানেন। এটিএমের পিন-এর নম্বর, ক্রেডিট কার্ডের জন্য আলাদা পাসওয়ার্ড। নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং-এর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হয়। এই সমস্যা থেকে মুক্তির উপায়ও খুব শীঘ্রই আসতে চলেছে। এবার আসতে চলছে, পাসওয়ার্ড-মুক্ত ব্যাঙ্কিং পরিষেবা। কেননা, এবার বায়োলজিক্যাল ডেটা এবং কোনও ব্যক্তির ব্যবহারিক চিহ্নর মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা সুযোগ পাওয়া যেতে পারে। যেভাবে বিভিন্ন অফিসে বায়োমেট্রিক রিডিংয়ের মাধ্যমে কর্মীদের হাজিরা নথিভুক্ত করা হয় ঠিক সেভাবেই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা শেষ হতে পারে।
বিদেশী ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই পদ্ধতির ব্যবহার করছে। ভারতেও এই ব্যবস্থা অদূর ভবিষ্যতেই চালু হয়ে যেতে পারে। বায়োমেট্রিক ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত বলে মনে করা হয়। কিছুদিন আগেই ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এই পদ্ধতির সূচনা করেছে এবং মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে নিজেদের গ্রাহকদের ব্যাঙ্কিংয়ের জন্য উত্সাহিত করছে।
পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ডিসিবি-র মতো ব্যাঙ্কগুলিও এই বিকল্প নিয়ে কাজ শুরু করেছে।
ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ে গ্রাহক অ্যাপ-এ এন্ড টু এন্ড লেনদেন করতে পারেন। আর এজন্য সংশ্লিষ্ট গ্রাহকের ফিঙ্গারপ্রিন্টই প্রয়োজন হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক চাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে বায়োমেট্রিক অন্থেটিকেশন-এর বিকল্পও যুক্ত করেছে। ডিসিবি তো একধাপ এগিয়ে বায়োমেট্রিক ভিত্তিক এটিএম-এরও সূচনা করেছে। এ ধরনের প্রথম এটিএম বসেছে বেঙ্গালুরুতে। এর মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা তোলা যাবে। এরফলে ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য পাসওয়ার্ড লাগবে না। ফলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাও থাকবে না।
উল্লেখ্য, সারা বিশ্বে কোনও এক ব্যক্তির সঙ্গে অন্যজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement