এক্সপ্লোর
Advertisement
জাইকোভ-ডি ভ্যাকসিনের মধ্য পর্যায়ের পরীক্ষা বৃহস্পতিবার থেকে, প্রথম পর্বে অংশগ্রহণকারীরা সুস্থ, নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া
মানবদেহে করোনা প্রতিষেধক জাইকোভ-ডি-র মধ্য পর্যায়ের পরীক্ষা শুরু করতে চলেছে ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা। মানবদেহে প্রতিষেধক প্রয়োগের এই পর্যায় শুরু হওয়ার কথা বৃহস্পতিবার থেকে।
বেঙ্গালুরু: মানবদেহে করোনা প্রতিষেধক জাইকোভ-ডি-র মধ্য পর্যায়ের পরীক্ষা শুরু করতে চলেছে ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা। মানবদেহে প্রতিষেধক প্রয়োগের এই পর্যায় শুরু হওয়ার কথা বৃহস্পতিবার থেকে।
১০০০ হাজার প্রাপ্তবয়স্ক সুস্থ স্বেচ্ছাসেবকের উপর এই প্রতিষেধক প্রয়োগ করা হবে বলে সংস্থা সূত্রের খবর। জাইডাস ক্যালিডা আগামি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে প্রতিষেধকের চূ়ড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ করে ফেলতে চায়। প্রাথমিক ভাবে বছরে প্রতিষেধকের ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা স্থির করছে ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে যে সব স্বেচ্ছাসেবকের উপরে পরীক্ষামূলক ভাবে প্রতিষেধক প্রয়োগ করা হয়েছিল, তাঁরা সকলেই সুস্থ হয়েছেন। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। গত ১৫ জুলাই ওই প্রথম পর্বের প্রতিষেধক প্রয়োগ করা হয়েছিল।
আমেরিকার গিলিয়ার্ড সায়েন্সেসের সঙ্গে যৌথ উদ্যোগে জাইডাস ক্যাডিলা করোনা চিকিৎসার জেনেরিক ওষুধ রেমডেসিভিয়ার প্রস্তুত করে।
ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। দেশে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনায় নতুন করে সংক্রমিত হচ্ছেন। তবে কোভিড-১৯ প্রতিষেধক প্রস্তুতের তৎপরতাও বাড়ছে পাল্লা দিয়ে। যা কিনা নিঃসন্দেহেই আশার খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement