এক্সপ্লোর
Advertisement
গুজরাতের গির অরণ্যে সিংহকে তাড়া ৪ বাইক আরোহীর, ভাইরাল ভিডিও
আমদাবাদ: ধুলো মাখা মাঠ, দূরে দূরে এক আধটা গাছ। প্রাণপণে ছুটছে পূর্ণবয়স্ক দুই সিংহ সিংহী। আর তাদের বাইকে চড়ে তাড়া করেছে ৪ জন। গুজরাতি ভাষায় নানা মন্তব্য ভেসে আসছে আর দেখা যাচ্ছে ভ্যাবাচ্যাকা খাওয়া দুই সিংহের জঙ্গলে ফেরার মরিয়া দৌড়।
গুজরাতের বন দফতর এই ভিডিও প্রকাশ করেছে। সম্ভবত গির অরণ্যের আমরেলির ঘটনা। অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বন দফতর চতুর্থ ব্যক্তিকে ধরার চেষ্টা করছে, একইসঙ্গে জানতে চাইছে ভিডিওটি তুলল কে।
দেখুন ভিডিও
১ বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাজকোটের কাছ থেকে। কালই রাজকোট ও আমরেলি থেকে গ্রেফতার হয়েছে আরও ২ জন।
পশ্চিম গুজরাতের গির অভয়ারণ্য এশিয়াটিক সিংহের একমাত্র স্বাভাবিক আবাসভূমি। আফ্রিকার সিংহের থেকে এদের চেহারা ও চরিত্র দুটোই আলাদা। এক সময় এশিয়ার সিংহভাগ জায়গায় ঘুরত এরা, জায়গা কমে কমে এখন গির অরণ্যে এসে দাঁড়িয়েছে। ১,৪০০ বর্গ কিলোমিটারের এই অভয়ারণ্যে ৪০০-র মত সিংহের বাস। কিন্তু বনের মধ্য দিয়ে রাস্তা, গ্রামের সীমানা বেড়ে যাওয়া ও বেআইনি খননের জেরে সিংহরা অনেক সময়েই পথ ভুলে ঢুকে পড়ছে লোকালয়ের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
উত্তর ২৪ পরগনা
Advertisement