দিল্লি দখলে জাভড়েকরকে দায়িত্ব, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের জন্যও ‘সেনাপতি’ বাছাই বিজেপির
দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের জন্য নেতাদের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি।
নয়াদিল্লি: এখনও ভোটের দিনক্ষণই ঘোষণা হয়নি, এরই মধ্যে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের জন্য নেতাদের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি। দিল্লির জন্য সেনাপতি বাছাই করা হল কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকরকে। সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বেই রাজস্থানে বিধানসভা ও লোকসভা নির্বাচন লড়েছে দেশের শাসক দল। সেখানে বিধানসভা হাতছাড়া হলেও রাজস্থানে অপ্রত্যাশিতভাবে ২৫টি লোকসভা আসনের মধ্যে ২৫টি-তেই জয় পায় বিজেপি। কংগ্রেস সব আসনেই পরাজিত হয়েছে। তবে দিল্লিতে লড়াই তুলনামূলকভাবে কঠিন। সেখানে তাঁদের লড়তে হবে বিধানসভায় ৬৭টি আসন জেতা অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টির বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনে দিল্লিতে মাত্র ৩টি আসনই জিততে পেরেছিল তারা।
যদিও এবারের লোকসভায় বিজেপির বিজয়কেতন দিল্লির আকাশে গগণচুম্বী হওয়ার পর প্রকাশ জাভড়েকর আশাবাদী, রাজধানীতে পদ্ম ফুটবেই। জাভড়েকর জানিয়েছেন, যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে, তিনি তা পালন করতে বদ্ধ পরিকর থাকবেন এবং দিল্লি দখলের জন্য আলাদা করে পরিকল্পনা করবেন। কথা বলবেন নেতৃ্ত্বদের সঙ্গেও। জাভড়েকরকে সহযোগিতা করার জন্য দিল্লির দায়িত্বে থাকছেন নিত্যানন্দ রাই ও হরদীপ সিংহর মতো নেতারাও।
উল্লেখ্য, হরিয়ানা নির্বাচনে বিজেপির রথ সামলাবেন নরেন্দ্র সিংহ তোমার। তাঁকে সহযোগিতা করবেন জাঠ নেতা ভূপেন্দ্র সিংহ। মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে। সঙ্গে জুরে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যকেও। ঝাড়খণ্ডকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহ-সভাপতি ওপি মাথুরকে। তাঁকে সহযোগিতা করার জন্য থাকবেন বিহারের জোট সরকারের মন্ত্রী নন্দ কিশোর যাদব।